জঙ্গি হানায় রক্তাক্ত কাবুল, অভিজাত হোটেলের হামলায় মৃত ৩, আহত বহু, দায় স্বীকার ISIS এর

বাংলাহান্ট ডেস্ক : সোমবার প্রবল বিস্ফোরণের শব্দে (Explossion in Hotei) কেঁপে উঠল কাবুলের (Kabul) লংগান হোটেল চত্বর। তার পর ঝাঁকে ঝাঁকে গুলি ছিটকে বেরিয়ে এল হোটেলের ভিতর থেকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা শহরে। কাবুলের হোটেলে হামলা চালানোর ঘটনায় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হামলার সঙ্গে জড়িত তিন জঙ্গি (Terrorist)। আহত হোটেলের বহু অতিথি। ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ৩।

ইতিমধ্যেই ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে বলে জানা গিয়েছে। আইসিস জঙ্গি গোষ্ঠীর (ISIS) পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তাদের দুই কর্মী কাবুলের ওই হোটেল আক্রমণ করে। হোটেলে চিনা কূটনীতিক এবং ব্যবসায়ীরা ছিলেন বলেও তাদের কাছে নাকি খবর ছিল। সেখানে তারা দু’টি ব্যাগে লুকিয়ে রাখা বিস্ফোরক নিয়ে যায়। এর মাধ্যমেই বিস্ফোরণ ঘটায় বলে জানা যায়। জঙ্গিরা হোটেলের অতিথিদের লক্ষ্য করেও গুলি চালায় বলে আইএস তাদের বিবৃতিতে জানিয়েছে।’

হামলার সময়ে দুই বিদেশি ব্যবসায়ী হোটেলের বারান্দা থেকে লাফ দিয়ে পালানোর সময় মারাত্মক আহত হন। হামলার ঘটনাটি ঘটেছে কাবুলের হোটেল লংগানে। হামলা হওয়া ওই হোটেলের কাছেই থাকা হাসপাতালে ২১ জনকে ভর্তি করানো হয়। এদের মধ্যে তিনজন মারা যান।

তালিবান মুখপাত্র জানান, ‘হামলাটি বেশ কয়েক ঘণ্টা ধরে চালানো হয়। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’ প্রসঙ্গত, দূতাবাসের সুরক্ষার বিষয়ে আলোচনার জন্য আফগান উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চিনের রাষ্ট্রদূতের দেখা করার একদিন পরই এই হামলার ঘটনা ঘটল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর