সময় বদলাচ্ছে ISL ফাইনালের? কখন হবে মোহনবাগান মুম্বইয়ের ম্যাচ? জানুন বিস্তারিত

বাংলা হান্ট ডেস্ক: গত মাস অর্থাৎ এপ্রিল মাসের উনিশ তারিখ থেকে শুরু হয়েছে ISL বা ইন্ডিয়ান সুপার লীগ। গোয়া এফসি, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স এবং চেন্নাইয়িন এফসি এই চারটি দলকে পরাজিত করে আপাতত মুখোমুখি মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান এসজি (Mohun Bagan Super Giant)। উত্তেজনা আবার তুঙ্গে। কে পরবে বিজয়ীর মুকুট? পারদ চড়ছে ভক্তকূলের মনেরও।

উত্তেজনা সাথে নিয়েই চলে এসেছে চৌঠা মে, অর্থাৎ সেই বহু প্রতিক্ষিত ফাইনালের দিন। খবর পাওয়া গেছে বিক্রি হয়ে গেছে সমস্ত টিকিট। যারা আসতে পারছেন স্টেডিয়ামে তারা তো সরাসরি দেখবেনই। যারা আসতে পারছেন না তারাও সরাসরিই খেলা দেখতে পাবেন টিভি এবং মোবাইল থেকে।

এবারের ISL ফাইনাল কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে। এই ম্যাচের জন্য মোহনবাগান সুপার জায়েন্ট এবং মুম্বই সিটি এফসি, দুটো দলই আপাতত চরম উত্তেজনা নিয়েই অপেক্ষা করছে। ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল ম্যাচ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে। ভারতে এই ম্যাচের সরাসরি সম্প্রচার করা হবে।তাই মাঠে আসতে না পারলেও চিন্তা করার কারন নেই কোনো।

আরও পড়ুন:এখনও রয়েছে প্রেম? ঘাড় ঘুরিয়ে বারবার চাহুনি, আদালতে অর্পিতাকে দেখে বিড়বিড় করলেন পার্থ

গত মরশুমের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট এই নিয়ে টানা দ্বিতীয়বার ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল খেলতে নামছে। গত বারের উইনার মুম্বই সিটি এফসি ২০২১ সালে এই খেতাব জয় করেছিল।গত ১৫ এপ্রিল চলতি টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্যাচে আইল্যান্ডার্সদের একটা সামান্য ড্র দরকার ছিল। তাহলেই আইএসএল লিগ শিল্ড তারা জিততে পারত।

ওই ম্যাচে মোহনবাগান ২-১ গোলে মুম্বইকে হারিয়ে দেয়। আর সেইসঙ্গে তাদের ঝুলিতে ২০২৩-২৪ আইএসএল মরশুমে লিগ জয়ের শিল্ড চলে আসে।তবে মুম্বই সিটি চলতি এবছর সেমিফাইনালের ম্যাচে মোহনবাগানকে ২-১ গোলে পরাস্ত করেছে, ফলে তাদের আত্মবিশ্বাস আপাতত তুঙ্গে।

আরও পড়ুন:তীব্র তাপপ্রবাহ থেকে মিলবে মুক্তি! প্রবল ঝড়বৃষ্টি নিয়ে আসছে লা নিনা, সুখবর দিল আবহাওয়া দফতর

এই ম্যাচ লাইভ দেখতে পাওয়া যাবে জিও সিনেমায়। এছাড়াও Sports18 1, Sports18 1 HD, VH1 and VH1 HD চ্যানেল গুলিতেও দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটা চ্যানেলেই ইংরেজি ভাষায় ধারাভাষ্য শুনতে পাওয়া যাবে। এর পাশাপাশি ফ্যানেরা তাঁদের নিজেদের স্থানীয় ভাষাতেও ২০২৩-২৪ আইএসএল ফাইনাল ম্যাচের ধারাভাষ্য শুনতে পারেন। Sports18 Khel (হিন্দি), Surya Movies (মালয়ালম), DD Bangla and Colors Bangla Cinema(বাংলাতে)। সমস্ত প্রস্ততি প্রায় শেষের মুখে। আপাতত শুধু খেলা দেখার পালা। দেখা যাক এই সিজনের বিজয়ীর ট্রফি কার ঘরে আসে, মুম্বাই নাকি মোহন বাগান?

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর