জেনে নিন কোন দেবতা কোন ফুলে তুষ্ট, স্মরণ করুন সেই উপায়ে সংসারে ফিরবে সুখের দিন

বাংলাহান্ট ডেস্কঃ পুজোর ক্ষেত্রে ফুল (flower) খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। ঠাকুরের আসনের সঙ্গে ভগবানকে ফুল দিয়ে সুন্দর করে সাজাতে সকলেই খুব ভালোবাসেন। অনেকে আবার বিশেষ বিশেষ দিনে ঠাকুরঘর সহ গোটা বাড়িটাকেই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলে।

দেবদেবীর চরণে ফুল অর্পণ করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা খুবই উপকারি। যেমন ধরুন- কোন দেবতা কোন ফুলে তুষ্ট হন, আর কোন দেবতার পুজোয় কোন ধরণের ফুল ব্যবহার করতে হয়। আসুন জেনে নেওয়া যাক-

vvbckncancl

নাগকেশরের সাদা ফুল বা ধূতরা ফুল, শুকনো পদ্ম গাট্টা, নীলকন্ঠ ফুল ও নিঁখুত বেলপাতা দিয়ে দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন।

gvcvsjhcb

মা দুর্গার পুজোর ক্ষেত্রে সাদা পদ্ম, চাঁপা ফুল এবং পলাশ ফুল দিয়ে পুজো করলে মা সন্তুষ্ট হন।

KrishiBangla Grow Hibiscus Plant In Pot 1

মা কালীর পুজোর ক্ষেত্রে জবা ফুল ব্যবহার করতে হয়।

vbckbckjj

দূর্বা এবং যেকোন ফুল দিয়ে গণেশ দেবতার পুজো করতে পারেন।

Poddo1 scaled 1

পদ্ম, লাল গোলাপ এবং হলুদ খুবই প্রিয় মা লক্ষ্মীর। তাই মা লক্ষ্মীর পুজোয় এই ধরনের ফুল ব্যবহার করুন।

image 196055 1562423624

তুলসী, পদ্ম, মালসিরি, জুঁই, কদম, মালতী, বাসন্তী, চম্পা ফুল দিয়ে পুজো করুন দেবতা নারায়ণকে।

image 372151 1607401491

সরস্বতী পুজোতে সাদা বা হলুদ রঙের ফুল ব্যবহার করুন।

bcbhcbcb

লাল বা গাঁদা ফুল ব্যবহার করতে পারেন বজরঙ্গবলীর পুজোতে।

STS 001 Butea monosperma

করবী, মালতী, পলাশ এবং গাঁদা ও তুলসী পাতা দিয়ে পুজো করুন গোপাল ঠাকুরের।

নির্দিষ্ট ফুল দিয়ে আরাধনা করুন বিশেষ দেওবতার, জীবনে ফিরবে সুখের দিন।

Smita Hari

সম্পর্কিত খবর