রতন টাটাকে চিনলেও তাঁর পরিবারে রয়েছেন আর কে কে? চিনে ফেলুন বাকিদের

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের শ্রেষ্ঠ শিল্পপতিদের তালিকায় একদম প্রথমসারিতে যে নামটি পাওয়া যায় সেটি হল রতন টাটার (Ratan Tata)। শুধু তাই নয়, দেশের একাধিক জনহিতকর কর্মসূচিতেও প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন এই বর্ষীয়ান শিল্পপতি। পাশাপাশি, দেশে স্টার্টআপ শুরু করেছেন এমন তরুণ-তরুণীদের উদ্দেশ্যেও সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। আর সেই কারণেই যত দিন এগোচ্ছে ততই অনুরাগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাঁর। তবে, টাটার প্রসঙ্গে আমরা সকলেই কমবেশি জানলেও অনেকেই তাঁর পরিবারের সদস্যদের কথা জানি না। বর্তমান প্রতিবেদনে সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

সাইমন টাটা: প্রথমেই আমরা যাঁর বিষয়ে জানাবো তাঁর নাম হল সাইমন নেভাল টাটা। তিনি সম্পর্কে রতন টাটার সৎ মা। পাশাপাশি, রতন টাটার বাবা নেভাল টাটার দ্বিতীয় স্ত্রী। উল্লেখ্য যে, রতন টাটার নিজের মায়ের নাম হল সুনি টাটা। এদিকে, ১৯৬১ সালে ল্যাকমে লিমিটেডের বোর্ডে যোগদান করেন সাইমন নেভাল টাটা। তারপরে ১৯৬৪ সালে ওই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে আসীন হন তিনি।

whatsapp image 2023 03 22 at 6.32.08 pm
জিমি নেভাল টাটা: মাস কয়েক আগেই জিমি টাটার প্রসঙ্গে রীতিমতো সাড়া পড়ে যায় সংবাদমাধ্যমগুলিতে। মূলত, তিনি তাঁর সহজ-সরল-অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমেই সকলকে অবাক করে দিয়েছেন। জিমি হলেন রতন টাটার নিজের ভাই। তিনি মুম্বাইয়ের কোলাবায় একটি 2 BHK ফ্ল্যাটে বসবাস করেন। খুবই সাধারণ জীবনযাপন করেন তিনি। এদিকে, রতন টাটার মত জিমিও বিবাহ করেন নি।

fjdhquxxmaar wy

নোয়েল টাটা: নেভাল এবং সাইমন টাটার ছেলে হলেন নোয়েল টাটা। অর্থাৎ, সম্পর্কের দিক থেকে তিনি রতন টাটার সৎ ভাই। মূলত, নোয়েল আইরিশ নাগরিকত্ব গ্রহণ করে সেদেশেই পাড়ি দিয়েছেন। তাঁর এক ছেলে এবং দুই মেয়ে রয়েছেন। যাঁদের নাম হল লিহ টাটা, নাভিলি টাটা এবং মায়া টাটা।

nn sixteen nine

মায়া টাটা: নোয়েল টাটার ছোট মেয়ের নাম হল মায়া টাটা। জানা গিয়েছে, তিনি টাটা ডিজিটালে কর্মরত রয়েছেন। এর আগে টাটা অপরচুনিটিজ ফান্ডেও কাজ করেছিলেন মায়া। সেখানে বিনিয়োগকারীদের সাথে সুসংবদ্ধ কাজ এবং পোর্টফোলিও পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর