এক বছর ধরে দিলীপের ‘ছায়াসঙ্গী’ জিয়ারুল হক, কে এই ব্যক্তি? বড়সড় সিন্ডিকেটের ‘পর্দাফাঁস’?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিয়ে করেই ভোলবদল? মমতা নামে যাঁর ‘অ্যালার্জি’ সেই দিলীপ ঘোষকেই (Dilip Ghosh) বুধবার রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক দেখা গেল। মুখ্যমন্ত্রীর সঙ্গে এক টেবিলে বসে খোশগল্পেও মাতলেন তিনি। রাজ্যের বিরোধী দলের নেতাদের মধ্যে একমাত্র তিনিই উপস্থিত ছিলেন সেখানে। তার পরেই বিজেপিতে (BJP) তোলপাড় পড়ে যায়। শুরু হয় আক্রমণ, চলছে পাল্টা আক্রমণ। সবমিলিয়ে সংবাদ শিরোনামে দিলিপবাবু। তবে দিলীপ একা নন, একইসাথে লাইমলাইটে ‘হাইপ্রোফাইল’ দিলীপের ‘ছায়াসঙ্গী’ জিয়ারুল হক (Ziarul Haque)। কে এই ব্যক্তি? জানুন সত্যিটা।

কে এই জিয়ারুল হক? Ziarul Haque

গত এক বছর এর বেশি সময় ধরে দিলীপ ঘোষের ‘ছায়াসঙ্গী’। সেই জিয়ারুল হককে নিয়ে একাধিক বিস্ফোরক তথ্য সামনে। আইপিএল খেলা দেখা থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত সংস্থা পশ্চিমবঙ্গের রয়েছে সেই সব জায়গায় দিলীপবাবুর সঙ্গে আঠার মতো চিপকে রয়েছেন জিয়ারুল। ইতিমধ্যেই একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। এমনকি দিঘার জগন্নাথ মন্দিদের উদ্বোধনেও দিলীপের পাশে জ্বলজ্বল করছে জিয়ারুলের উপস্থিতি। সব জায়গায় এই জিয়ারুল হককে সঙ্গে করেই নিয়ে যাচ্ছেন দিলীপ। কেন? কে এই ব্যক্তি?

ইতিমধ্যেই জিয়ারুলকে নিয়ে একাধিক বিষয় সামনে আসতে শুরু করেছে। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের যে সমস্ত সংস্থা পশ্চিমবঙ্গের রয়েছে সেই সব জায়গায় দিলীপবাবুকে নিয়ে গেছেন এবং তাদের ডিরেক্টর এবং যারা উচ্চ পদে রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন এই জিয়ারুল। অভিযোগ, জিয়ারুল বড়সড় সিন্ডিকেট চালাচ্ছে। অভিযোগ, নিজের মতো করে সিন্ডিকেট বানিয়ে নিজ স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত। কিন্তু দিলীপ ঘোষের কেন এত ‘কাছের’ এই জিয়ারুল? প্রশ্ন উঠলেও উত্তর অধরা।

একাধিক ছবিতে যা দেখা গিয়েছে, দিলীপ ঘোষকে কখনো এইমসের ডিরেক্টর এর কাছে নিয়ে যাচ্ছেন জিয়ারুল। অভিযোগ, পরে নিজে গিয়ে দেখা করে ডিরেক্টরের সাথে কাজ বুঝে নিচ্ছেন। কখনো এই ব্যক্তি আইসিয়ারের ডিরেক্টর এর সাথে দেখা করছেন, কখনো শিয়ালদহ রেলের ডিআরএম এর সাথে আবার কখনো খড়গপুর ডিভিশনের ডি আর এমের সাথে। নিজেই শেয়ার করেছেন সেসব ছবি। অভিযোগ বিশাল বড় মাপের এক সিন্ডিকেট চালাচ্ছেন এই জিয়ারুল।

দিলীপ ঘোষের সাথে থাকা এই ব্যক্তি ডিরেক্টারদের দিয়ে টেন্ডারের কাজগুলো করিয়ে নিচ্ছেন বা উচ্চ পদে যারা রয়েছে তাদের ম্যানেজ করে কাজ করিয়ে নিচ্ছেন বলে অভিযোগ। তবে দিলীপবাবুর এখানে কিসের আগ্রহ? কোন স্বার্থে এই জিয়ারুল হক কে তিনি সব জায়গায় সঙ্গে করে নিয়ে যাচ্ছেন? সামনে একাধিক প্রশ্ন।

ভিডিও দেখুন: https://www.youtube.com/live/pRr-S4ahZRk?si=RBvZS0nOW6BD94hj

দলের অন্দরেই খবর, জগন্নাথ মন্দিরে যাওয়ার ব্যাপারে মধ্যস্থতাকারীও নাকি এই ব্যক্তিই! বুধবার দিলীপ, মমতার সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে জিয়ারুলকে। ইডেনের খেলা দেখতে যাওয়া থেকে তৃণমূল নেতাদের সাথে সাক্ষাৎ সবেতেই জিয়ারুল যোগ। শুধু কথায় না, ইতিমধ্যেই কথায় সমর্থনে বেশি কিছু ছবি সামনে এসেছে। বিজেপির অন্দরে এও শোনা যাচ্ছে, বর্তমানে বারাসাত জেলার সভাপতি রাজীব পোদ্দার, কামরুল, রাজীব খান,নব মিতা চঞবর্তী র স্বামী,মানস দাসদের নিয়ে বিশেষ পরিকল্পনা চলছে জিয়ারুলের।

আরও পড়ুন: রবিবার পর্যন্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, আজ কোন কোন জেলায় ঝড়-জল? এক নজরে আবহাওয়ার খবর

অভিযোগ, ডিরেক্টরদের সাথে এবং একা উচ্চ পদে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সাথে জিয়ারুল হক বৈঠক করে করে কাজ বের করে নিচ্ছেন। করছেন কর্মী নিয়োগও। কাদের নিয়োগ করছেন? কিসের ভিত্তিতে নিয়োগ? মোটিভ কী? নিরপেক্ষ তদন্তের দাবি উঠছে দলের অন্দরেই। একেই দলের একটা বড় অংশের মধ্যে দিলীপকে নিয়ে উঠছে প্রশ্ন। এবার কী এই জিয়ারুল ‘তত্ত্ব’ সামনে আসায় আরও অস্বস্তি বাড়বে পদ্ম নেতার?

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X