বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তিনি! রাজনীতির ময়দানে বহুদিন। বাংলার মাটিতে দাঁড়িয়ে সর্বাধিক চর্চিত রাজনৈতিক নেতাদের মধ্যে একজন হল শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজনীতি ছাড়িয়ে নেতার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহীর সংখ্যা নেহাত কম নয়। এরকম একজন ‘হ্যান্ডসাম’ নেতা বিয়ে কেন করেননি তা নিয়ে সাধারণ মানুষের মনে বিস্তর প্রশ্ন।
কেন আজও অবিবাহিত রাজ্যের বিরোধী দলনেতা? বহুল চর্চিত এই প্রশ্নের উত্তর অবশ্য আজ থেকে প্রায় ৩ বছর আগে ২০২০ সালে নিজে থেকেই দিয়েছিলেন নেতা। সে বছর নিজের জন্মদিনে হলদিয়ার এক অরাজনৈতিক সভা থেকে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও নিজে থেকেই মুখ খুলেছিলেন শুভেন্দু অধিকারী৷
নিজের ভাইরা বিয়ে করলেও কেন তিনি অকৃতদার? এই বিষয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেছিলেন, সতীশ সামন্ত, সুশীল ধারার মতো স্বাধানতা সংগ্রামীদের জীবন আদর্শে উদ্বুদ্ধ হয়েই এই জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নেতার কথায়, তাদের লেখায় তারা বলে গিয়েছেন, ‘দিবি যদি সবটা দে, পুরোটা দে’। সেই মন্ত্রে আমি দীক্ষিত।”
ভরা সভায় দাঁড়িয়ে নিজে থেকেই বিয়ে না করার কারণ জানান নেতা। তিনি আরও বলেন, ‘আপনারা নিশ্চিন্ত থাকুন, আমার বাবা-মাকে সুস্থ রাখার কর্তব্য নিশ্চয়ই আমার৷ কিন্তু শুভেন্দুর পরিবার ওই ছোট্ট পাঁচ জন, সাত জন, আট জনের পরিবার নয়৷”
বিধায়ক তখন আরও বলেছিলেন, “শুভেন্দুর পরিবার বাংলা, বাঙালি পরিবার৷ পান্তা ভাত খাওয়া গ্রামের লোকের পরিবার৷ আগামীর লড়াইতে গ্রাম জিতবে, জেলা জিতবে৷ সতীশ সামন্তরা পথ দেখিয়েছেন, সেই পথেই শুভেন্দু হাঁটবে৷” নিজের পরিবারকে একটা ছোট গন্ডির বেড়াজালে রাখতে চাননি বলেই আজও তিনি অবিবাহিত।