লাজুক মেয়ে থেকে পাকা গিন্নি, সাত বছর লুকিয়ে প্রেমের পর অবাঙালি নিসপালকে বিয়ে করেন কোয়েল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের প্রিয় নায়িকা কোয়েল মল্লিক (Koel Mallick)। বাবা রঞ্জিৎ মল্লিক প্রখ্যাত অভিনেতা হলেও স্বজনপোষণের ধার ধারেননি তিনি। রঞ্জিৎ কন্যা হিসাবে টলিউডে পা রাখলেও অচিরেই বাবার ছত্রছায়া থেকে বেরিয়ে আসেন কোয়েল। নিজস্ব পরিচয় তৈরি করেন তিনি। টলিউডের প্রথম সারির অভিনেত্রী তিনি।

বাস্তবে প্রযোজক নিসপাল সিং রানের (Nispal Singh Rane) ঘরণী কোয়েল। টলিউডে ডেবিউয়ের ১০ বছর পর ২০১৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। রঞ্জিৎ মল্লিকের মেয়ে, উপরন্তু ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীর বিয়েতে যতটা চর্চা হওয়ার কথা ছিল ততটা হয়নি। কারণ ব্যক্তিগত জীবনের ব্যাপারে বরাবরই রাখঢাক করতেই পছন্দ করেন কোয়েল।


যদিও ইন্ডাস্ট্রিতে তাঁদের প্রেম আড়াল থাকেনি। জানা যায়, ১৯৯৯ সালে রঞ্জিৎ মল্লিকের কাছে একটি ছবির প্রস্তাব নিয়ে যাওয়ার দৌলতেই কোয়েলের সঙ্গে প্রথম পরিচয় নিসপালের। যদিও সে সময় শুধু পরিচয় পর্বেই আটকে ছিলেন দুজনে। তারপর ২০০৫ সালে ‘আই লভ ইউ’ নামে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি কোয়েলকে।

সে ছবি কোনোদিন তৈরি না হলেও নিসপালের সঙ্গে বেশ ভাল বন্ধুত্ব তৈরি হয়ে যায় লাজুক কোয়েলের। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ায় প্রেমে। তারপর সোজা ছাঁদনাতলা। সাত বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। অবাঙালি নিসপালকে বিয়ে করলেও মনে প্রাণে এখনো বাঙালি কোয়েল। মল্লিক বাড়ির দূর্গাপুজো তাঁকে ছাড়া অসম্পূর্ণ।

https://www.instagram.com/p/Cgs_WD1J85G/?igshid=YmMyMTA2M2Y=

আজ স্বামী নিসপালের জন্মদিনে দুটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন কোয়েল। প্রথম ছবিতে কোয়েল নিসপাল একসঙ্গে। দ্বিতীয় ছবিতে প্রযোজক একা। সাদাসিধে ভাবেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। স্বামী, ছেলেকে নিয়ে বেশ সুখেই সংসার করছেন কোয়েল।

সম্পর্কিত খবর

X