চুলে গোঁজা জবাফুল, কপালে ত্রিনয়ন, কৃষ্ণকলি মা কালী রূপে ধরা দিলেন কোয়েল!

বাংলাহান্ট ডেস্ক: নিজেকে সর্বক্ষণ কাজের মধ্যে ডুবিয়ে না রেখেও কীভাবে চর্চায় থাকা যায় তা শেখা যায় কোয়েল মল্লিককে (Koel Mallick) দেখে। এক সময় প্রচুর ছবিতে অভিনয় করলেও এখন অনেক বেছে বেছে ছবি করেন তিনি। বাংলা চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতিম অভিনেতা রঞ্জিত মল্লিকের সুযোগ্য কন্যা তিনি। তথাকথিত স্টার কিড হয়েও না নেপোটিজমের সুবিধা নিয়েছেন আর না কোনো বিতর্কে জড়িয়েছেন কোনোদিন। এত বছরে কোয়েলের দিকে কেউ একবার আঙুল তোলার সাহসও পাননি।

যেমন অভিনয়ে দক্ষ তিনি, ঠিক ততটাই নিপুণা ঘরের কাজেও। মল্লিক বাড়ির বনেদি পরিবারের মেয়ে কোয়েল। প্রতি বছর ধুমধাম করে মা দূর্গার পুজো হয় এ বাড়িতে। আর উমার সঙ্গে সঙ্গে বাপের বাড়ি আসেন কোয়েলও। বাড়ির মেয়ে আরেক মেয়ের পুজোর কাজের দায়িত্ব নিয়ে নেন নিজের কাঁধে।

Koel
এ বছর করোনার দাপট কমায় দর্শনার্থীদের ঢল নেমেছিল মল্লিক বাড়িতে। পুজোর বিভিন্ন কাজ করার পাশাপাশি দর্শনার্থীদের জন্য নিজে হাতে ভোগ বাড়তেও দেখা গিয়েছিল কোয়েলকে। সকলে এককথায় স্বীকার করেছেন, কোয়েল সত্যিই সাক্ষাৎ মা দূর্গা। যেমন রূপ তেমনি তাঁর গুণ।

পুজোর আগে ফটোশুটে দেবী রূপেও ধরা দিয়েছিলেন তিনি। সোনালি শাড়ি, লাল ব্লাউজ, সোনার গয়নায় সাবেকি সাজে মুগ্ধ করেছিলেন কোয়েল। এবার তিনি ধরা দিলেন মা কালী রূপে। সোনালি শাড়ি, লাল ব্লাউজ, চুলে গোঁজা জবাফুল, হাতে আলতা, কৃষ্ণকলি কোয়েলের কপালে আঁকা ত্রিনয়ন।

Koel 2
ছবিটি দেখে চোখ জুড়াতে বাধ্য। তবে এটি আসল ছবি নয়, এডিট। আসলে দূর্গাপুজোর আগে কোয়েলের করা ফটোশুটের একটি ছবিই এডিট করে মা কালী রূপে দেখানো হয়েছে। এডিটটা এতটাই ভাল হয়েছে যে কোয়েল নিজেও শেয়ার করে প্রশংসা করেছেন। লিখেছেন, ‘কী দারুন এডিট!’

Niranjana Nag

সম্পর্কিত খবর