বাংলাহান্ট ডেস্ক : বছরটা ‘শুভ শুভ’ ভাবেই শেষ হচ্ছে মল্লিক পরিবারে। দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। বড়দিনের আগেই পরিবারে জুড়ল নতুন সদস্য। সোশ্যাল মিডিয়ায় সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন কোয়েল এবং নিসপাল রানে। এক ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে সুখবর জানিয়েছেন কোয়েল (Koel Mallick) এবং নিসপাল রানে। এক ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন তিনি।
দ্বিতীয় বার মা হলেন কোয়েল (Koel Mallick)
সোশ্যাল মিডিয়ায় সুখবর দিয়ে একটি পোস্ট করেছেন কোয়েল (Koel Mallick)। তাঁরা লিখেছেন, ‘কন্যা সন্তান পেয়ে আমরা ধন্য’। সুখবরটা দিতেই কমেন্ট বক্সে উপচে পড়েছে শুভেচ্ছা বার্তা। শুধু কামনা জানিয়েছেন টলিপাড়া সহকর্মীরা থেকে অনুরাগীরা। ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ থেকে ভক্তরাও উচ্ছ্বসিত কোয়েলের (Koel Mallick)্যজীবনেরজীবনের এই নতন ইনিংসে।
চোখের আড়ালেই থেকেছেন অভিনেত্রী: দ্বিতীয় প্রেগনেন্সিটা অবশ্য লোকচক্ষুর আড়ালেই কাটিয়েছেন কোয়েল (Koel Mallick)। প্রথম সন্তান ঔ আভিনূত্রীকে। কিন্তু দ্বিতীয় প্রেগনেন্সিতে তা শেয়ার করা থেকে বিরত ছিলেন কোয়েল। সবথেকে বড় কথা চলতি বছরে মল্লিক বাড়ির দুর্গাপুজোও হয়েছে বন্ধ দরজার আড়ালে। এর জন্য অবশ্য সে সময়কার পরিস্থিতিও অনেকটা দায়ী ছিল।
আরো পড়ুন : আস্ত চুনি খোদাই করে তৈরি! হীরে-পান্না খচিত মুকুট হিন্দু মন্দিরে দান করলেন মুসলিম শিল্পী, জানালেন…..
আগেই দিয়েছিলেন সুখবর: চলতি বছর মহালয়ার সময়েই দ্বিতীয় সন্তান আগমনের সুখবরটা দিয়েছিলেন কোয়েল (Koel Mallick)। আর বছর শেষের আগেই তাঁর কোলে এলো নবজাতক। টলিউডে নতুন সদস্য যোগ হওয়ায় উচ্ছ্বসিত সকলেই। কোয়েল কন্যাকে দেখার জন্য এখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেটিজেনরা।
আরো পড়ুন : একেকটি ছবির জন্য নেন রেকর্ড পরিমাণ টাকা, দীপিকা-আলিয়া নন, ইনিই ভারতের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী
প্রসঙ্গত, করোনার সময়ে প্রথম সন্তান কবীরের জন্ম দিয়েছিল কোয়েল। সে সময় বছর কিছুদিন মল্লিক বাড়িতে কাটিয়েছিলেন তিনি। সে বছর পুজোর সময়েই ছেলের মুখ তিনি প্রকাশ্যে আনেন। দেখতে দেখতে বড় দাদাও হয়ে গেল কবীর। পূর্ণ হল কোয়েলের সংসার।
View this post on Instagram