বাংলাহান্ট ডেস্ক: আজ মন খারাপের বিজয়া দশমী। চার দিন ব্যাপী দূর্গা পুজোর (durga puja) আজ শেষ দিন। তাই স্বাভাবিক ভাবেই সকলের মন আজ কাঁদছে। এবছর করোনার কারণে সাধারনের দর্শনের জন্য বন্ধ ছিল মল্লিকবাড়ি। এবার দশমীর দিনে সোশ্যাল মিডিয়ায় পুরনো দিনের মল্লিক বাড়ির পুজোর স্মৃতি রোমন্থন করলেন কোয়েল মল্লিক (koel mallick)।
দশমীতে স্মৃতির সরণি বেয়ে পুরনো দিনে ফিরে গিয়েছেন কোয়েল। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য মল্লিক বাড়ির পুরনো পুজোর কিছু ঝলক শেয়ার করেছেন তিনি। সেই পুরনো ভিডিওতে চোখে পড়েছে ছোট্ট কোয়েলকে। বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিককে ঢাকের তালে নাচতেও দেখা গিয়েছে।
আরো একটি ভিডিওতে কোয়েল জানিয়েছেন, ছোটবেলায় ভাই বোনরা সবাই মিলে পুজোর সময় তাঁদের বাড়ির সামনে নর্দার্ন পার্কে যেতেন। সেখানে গিয়ে ফুচকা খাওয়া, আড্ডা মারা সব স্মৃতিই ভাগ করে নিয়েছেন নেটিজেনদের সঙ্গে।
সাধারনের জন্য এবার মল্লিক বাড়ি বন্ধ থাকলেও কোয়েল ও তাঁর স্বামী নিসপাল বাড়ির ঠাকুরের ছবি পোস্ট করেছেন অনুরাগীদের জন্য। শুধু তাই নয়, এই পুজো উপলক্ষেই ছেলের প্রথম ছবি প্রকাশ্যে আনেন অভিনেত্রী।
অষ্টমীর দিন স্বামী নিসপাল রানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন কোয়ল। ছেলেকে কোলে নিয়ে হসিমুখে ক্যামেরায় ধরা দেন তিনি। অভিনেত্রী আরো জানান, ছেলের নাম কবীর রেখেছেন তাঁরা। পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে এই ছবি।
গত মে মাসেই মা হয়েছেন কোয়েল মল্লিক। ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। উল্লেখ্য কোয়েল ও নিসপাল সিং রানে তাঁদের বিবাহবার্ষিকীতেই জানিয়েছিলেন এই সুখবর।
মা হওয়ার পরপরই করোনা আক্রান্ত হন কোয়েল সহ গোটা মল্লিক পরিবার। কোয়েল নিজেই টুইট করে জানান এই খবর। ফের ১৭ তারিখ নেওয়া হয় লালা রসের নমুনা। সম্প্রতি সেই রিপোর্টও পজিটিভ আসে কোয়েল, দীপা মল্লিক ও নিসপাল রানের। তবে রঞ্জিত মল্লিকের দ্বিতীয়বার রিপোর্ট নেগেটিভ আসে।
প্রসঙ্গত, লকডাউনের আগে মিতিন মাসি ছবিতে দেখা গিয়েছিল কোয়েলকে। এরপর সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি রক্তরহস্য। বক্স অফিসে ভালই সাড়া পেয়েছে এই ছবি।