নাতিকে সঙ্গে নিয়ে, গান গেয়ে আসর জমালেন রঞ্জিত মল্লিক! চোখেমুখে জেল্লা গর্ভবতী কোয়েলের

বাংলা হান্ট ডেস্ক : এই বছরের দুর্গা পুজাটা বেশ আলাদা ছিল অভিনেত্রী কোয়েল মল্লিকের (Koel Mallick) জন্য। চলতি বছরের মতো দুর্গা পুজো শেষ। আবার একটা বছরের অপেক্ষায় দিন গোনা শুরু। কিন্তু  দুর্গাপুজোর রেশ এখনও কাটেনি। এরইমধ্যে এবার মল্লিক বাড়ির দুর্গাপুজোর বেশ কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)।

কোয়েলের (Koel Mallick) বাড়ির জমজমাট দুর্গাপুজো

কোয়েলের (Koel Mallick) বনেদি বাড়ির দুর্গাপুজো বরাবরই একটু স্পেশাল। এইবছর মহালয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী জানিয়েছিলেন খুব শিগগিরই বড় দাদা হতে চলেছে কবীর। তাঁদের বাড়িতে আসছে নতুন সদস্য। কিছুদিন আগেই দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়ে সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। তারপর দেখতে দেখতে এসে পড়ে দুর্গাপুজো।

আর কলকাতার মল্লিক বাড়ির দুর্গাপুজো মানে বরাবরই থাকে এলাহী আয়োজন। বছরের এই কটাদিন দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠে দেশ-বিদেশ থেকে আসা বাড়ির সদস্যরাও। প্রতি বারের মতো এবারও সকলের  সাথে পুজোর আড্ডায় মেতে উঠেছিলেন অভিনেত্রী। পুজোর কটা দিন সব ভুলে পরিবারের সদস্যদের সাথেই এদিন হাসি  আড্ডায় মেতে উঠেছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন : ‘মুখ্যমন্ত্রীও হয়তো আমাদের মতোই বিনিদ্র রজনী কাটাচ্ছেন!’ জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চ থেকে ঊষসী

সেই ঝলক এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন কোয়েল নিজেই। সেই ভিডিওতে দেখা গেল, দাদু নাতির বেশ কিছু মিষ্টি মুহূর্ত। এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন কোয়েল। সেখানে শুরুতেই দেখা যাচ্ছে। অষ্টমীর দিন বাড়িতে সকলে মিলে নাচে গানে মেতে উঠেছেন। নাতি কবীরকে পাশে নিয়েই গান গাইছেন রঞ্জিত মল্লিক।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

পিছনের মাইক হাতে দাঁড়িয়ে রয়েছেন কোয়েল। এরপর একে একে হুড়মুড়িয়ে এসে পড়ে নবমীর পুজো থেকে শুরু করে দশমীর বরণ সবই। বাড়ির পুজোয়  দেবীবরণের পাশাপাশি সিঁদুর খেলাতেও মেতে উঠতে দেখা গেল গর্ভবতী কোয়েলকে। শুধু তাই নয়, বরণের পর বিসর্জনের পথেও রওনা দিতে দেখা গেল অভিনেত্রীকে। সেই সময় বাবার হাত ধরেই হাঁটতে দেখা গেল অভিনেত্রীকে। এদিন বিজয়ের শুভেচ্ছা জানিয়ে অনেকেই কোয়েলের পোস্টে এক গুচ্ছ মন্তব্য করেছেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর