বাংলা হান্ট ডেস্ক : দুর্গা-পুজো মানেই বাঙালির প্রাণের উৎসব। প্রত্যেক বছর মহালয়া দিয়েই শুভ সূচনা হয় দেবীপক্ষের। প্রত্যেক বাঙালি পরিবারেই মহালয়া মানে এক আলাদা আবেগ। এই বিশেষ দিনে বাঙালি আজও ফিরে যায় ছোটবেলার পুরনো নস্টালজিয়ায়। প্রত্যেক বছরই টেলিভিশনের পর্দায় এখন বেশ ঘটা করেই মহালয়া দেখানো হয়। সেখানে উপস্থিত থাকেন টলিউডের প্রথম সারির অভিনেত্রীরা। এবছর স্টার জলসার মহালয়াতে দেবী দুর্গার রূপে হাজির হচ্ছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)।
দুর্গারূপে কোয়েল মল্লিক (Koel Mallick)-কে দেখে অবাক কবির
পর্দার মহিষাসুরমর্দিনী কোয়েল (Koel Mallick) পুজোর কটা দিন হয়ে ওঠেন একেবারে বনেদি বাড়ির মেয়ে। যৌথ পরিবারের সদস্যদের পুজোর চারটে দিন সময় কাটান নিজের বাড়িতেই খাওয়া-দাওয়া,আড্ডা,সাজগোজ করে হই হই করেই কাটিয়ে দেন পুজোর দিনগুলো। সকলেই জানেন কোয়েলের (Koel Mallick) বাড়ির পুজো অর্থাৎ কলকাতার মল্লিক বাড়ির পুজো অত্যন্ত জনপ্রিয়।
সংবাদ মাধ্যমের-ও নজর থাকে কোয়েলের বাড়ির দুর্গা পূজার দিকেই। এ-বছরও তার ব্যতিক্রম হবে না। কোয়েলের ছেলে কবীর এখন বেশ ছোট। দুর্গাপুজো নিয়ে নিজের ছেলের মধ্যেই অভিনেত্রী খুঁজে পান নিজের পুরনো ছোটবেলা। প্রত্যেক বারের মতো এবারও মহিষাসুরমর্দিনী রূপে কোয়েল হাজির হয়েছেন টেলিভিশনের পর্দায়। তবে পর্দায় নিজের মা’কে দশভুজা দেবী দুর্গা রূপে দেখে কি প্রতিক্রিয়া ছিল কবিরের?
আরও পড়ুন : অভিনয়কে বিদায় জানিয়ে, জীবনের নতুন অধ্যায় শুরু করছেন ‘মিলি’ খ্যাত অনুভব কাঞ্জিলাল
তা জানতে চাওয়া হলে এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, মহালয়ার শুটিং শেষে তাঁর কাছে নাকি একদিন কবির জানতে চেয়েছিল, ‘মা তোমার আরেকটা চোখ কোথায় গেল?’ ছোট থেকেই কোয়েল তাঁর ছেলে কবিরের মধ্যে লক্ষ্য করেছেন সেই একই নস্টালজিয়া। দেখতে দেখতে কোয়েলের মল্লিকের ছেলের বয়স এখন ৪।
করোনাকালে অর্থাৎ ২০২০ সালে ৫ মে জন্ম হয়েছিল কবিরের। সেই থেকে ছেলে নিয়েই জগৎ অভিনেত্রীর। ছেলে হওয়ার পর থেকে ইদানিং সিনেমার করা অনেকটাই কমিয়ে দিয়েছেন কোয়েল। এখন খুব বাছাই করা সিনেমাতেই কাজ করেন অভিনেত্রী ।