বাংলাহান্ট ডেস্ক: যুগের অবসান। বুধবার সকাল থেকে এমনটাই বলছেন ‘কফি উইথ করন’ (Koffee With Karan) এর ভক্তরা। আর ফিরছে না করন জোহর (Karan Johar) সঞ্চালিত এই আইকনিক টিভি শো। দু বছর আগে ব্যাপক ট্রোল হওয়ার পর থেকেই ধোঁয়াশা ছিল শো টি আবার শুরু হওয়া নিয়ে। অবশেষে করন নিজেই জানালেন খারাপ খবর।
দিন কয়েক আগেই জল্পনা তুঙ্গে উঠেছিল, নতুন সিজন নিয়ে ফিরছে কফি উইথ করন। এমনকি শোতে কোন কোন তারকা অতিথি হয়ে আসতে পারে তার তালিকাও বেরিয়ে গিয়েছিল। নেটনাগরিকরা বয়কটের ডাক দিয়েছিলেন নতুন করে। কিন্তু তাদের আর পরিশ্রম করতে হবে না।
সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে পরিচালক প্রযোজক লিখেছেন, ‘গত ছয় সিজন ধরে কফি উইথ করন আমার এবং আপনাদের জীবনের একটা অংশ হয়ে উঠেছিল। আশা করি আমরা একটা ছাপ ফেলতে পেরেছি আর পপ সংষ্কৃতির ইতিহাসে জায়গা বানাতে পেরেছি। আর তাই ভারী হৃদয় নিয়ে আমি ঘোষনা করতে চাই, কফি উইথ করন আর কোনোদিন ফিরবে না।’
করনের এই ঘোষনায় চোখ ছলছল নেটনাগরিকদের একাংশের। কারোর মতে, একটা যুগের অবসান হল। বিতর্ক কম তৈরি করেনি এই শো। কিন্তু সেই সঙ্গে দীর্ঘদিনের স্মৃতিও জড়িয়ে রয়েছে এর সঙ্গে। সেই স্মৃতি আর ফিরবে না জেনেই মন খারাপ নেটিজেনদের।
https://www.instagram.com/p/CdH9wB9okv-/?igshid=YmMyMTA2M2Y=
অনেকেই অনুরোধ করেছেন, সপ্তম সিজন নিয়ে ফিরুন করন। অন্তত শাহরুখ খান বা করিনা কাপুর খানকে নিয়ে একটি পর্ব তো হোক। হঠাৎ করে শো শেষ হয়ে যাওয়ার কারণ বুঝে উঠতে পারছেন না কেউ। তবে কারোর মতে, বিগত দু বছরে যে বিতর্ক তৈরি হয়েছে শোটিকে ঘিরে তারপর আর নতুন সিজন শুরু করার কথা ভাবতে পারছেন না নির্মাতারা।
মাঝে শোনা গিয়েছিল, মে মাস থেকেই নাকি শুটিং শুরু হয়ে যাবে কফি উইথ করনের নতুন শোয়ের। নব বিবাহিত দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট হতে পারেন প্রথম অতিথি। কিন্তু এখন সব জল্পনাতেই ইতি। উল্লেখ্য, ১৫ বছর ধরে চলেছে কফি উইথ করন। ২০১৯ এ সম্প্রচারিত হয় শোয়ের শেষ সিজন।