গোরুর বদলে মহিলাদের নিয়ে ভাবুন, মোদীকে বার্তা দিলেন মিস কোহিমা প্রতিযোগী

বাংলা হান্ট ডেস্ক : দেশে যেভাবে ধর্ম নিয়ে রাজনীতির মেরুকরন তৈরি হচ্ছে এবং হিন্দুত্ববাদের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে তাতে মোদী সরকারের ওপর যথেষ্টই ক্ষুব্ধ দেশের অধিকাংশ মানুষজন। যদিও তা গোপনেই। প্রকাশ্যে আসার সাহস এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই হিন্দুত্ববাদ গো হত্যা এসব নিয়ে বলার বোধহয় কেউ নেই। কিন্তু সেই ধারনাকে মিথ্যা প্রমান করে এবার প্রতিযোগিতার মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে গোরুর বদলে মহিলাদের ভাবার বার্তা দিলেন মিস কোহিমা প্রতিযোগী।সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে সোজাসাপটা প্রতিযোগীর এই মন্তব্যের জেরে কার্যত শোড়গোল পড়ে গিয়েছে গোটা দেশে।

https://twitter.com/karmariaz/status/1183814000749862913

মিস কোহিমা প্রতিযোগিতা চলছে, অনেক সুন্দরী প্রতিভাবান তরুনীরা তাতে অংশ নিয়েছেন। তেমনই অনুষ্ঠানের প্রতিযোগী হিসেবে রয়েছেন ওই অষ্টাদশী সুন্দরী ভিকোনাউ সাশু, তবে তাঁর মন্তব্যে কার্যত থ বনে গিয়েছেন তাঁবড় সাহসী ব্যক্তিরা।প্রতিযোগীতা মঞ্চে ওঠার পর তাঁকে বিচারকরা প্রশ্ন করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে চ্যাটে আমন্ত্রিত হলে তিনি প্রধানমন্ত্রী উদ্দেশ্যে কি বার্তা দেবেন। সেই উত্তরে ভিকোনাউ সাশু সরল ও সাবলীল ভাবে জানিয়েছেন প্রধানমন্ত্রীকে গোরুর বদলে মহিলাদের নিয়ে ভাবতে অনুরোধ করবেন তিনি।

ভিকোনাউয়ের উত্তর শোনার পর দর্শকাসন থেকে হাসি ও হাততালির শব্দ ওঠে। ভিডিও সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর তারপরেই ব্যাপক জল্পনা শুরু হয়। প্রায় কোটি বার দেখা হয়েছে ভিডিওটি। আসলে গত বছর গো হত্যার নামে যেভাবে গনপ্রহার দেশজুড়ে চলেছে তাতে বিভিন্ন মহল থেকে বিতর্কের সৃষ্টি হয়েছিল। তারপর থেকে গো হত্যা নিয়ে তুমুল ঝড় বয়েছে গোটা দেশে।

সম্পর্কিত খবর