টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চেই পন্টিংকে টপকে শ্রেষ্ঠ অধিনায়ক হওয়ার হাতছানি কোহলির সামনে

বাংলা হান্ট ডেস্কঃ আগামী 18ই জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। আর এই ম্যাচে এক বিরল রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলি যদি এই ম্যাচে আর একটি মাত্র সেঞ্চুরি করতে পারেন তাহলে তিনি টপকে যাবেন কিংবদন্তি অজি অধিনায়ক রিকি পন্টিংকে।

অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 41 টি শতরান রয়েছে রিকি পন্টিংয়ের। সমসংখ্যক শতরান নিয়ে এই মুহূর্তে পন্টিং এর সঙ্গে একই স্থানে রয়েছেন বিরাট কোহলিও। আর একটি মাত্র সেঞ্চুরি করতে পারলেই অধিনায়ক হিসেবে 42 টি সেঞ্চুরি করে কোহলি টপকে যাবেন পন্টিংকে। তবে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির 41 টি সেঞ্চুরি হলেও ইতিমধ্যেই 70 টি আন্তর্জাতিক সেঞ্চুরি হয়ে গিয়েছে কোহলির।

Virat Kohli hundred

দীর্ঘদিন হয়ে গেল কোহলির ব্যাট থেকে সেঞ্চুরি আসেনি। গত বছর অর্থাৎ 2020 সালে বিরাট কোহলি একটাও সেঞ্চুরি করেননি। শেষবার 2019 সালে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছিলেন কোহলি। তারপর থেকে কোহলির ব্যাটে চলছে সেঞ্চুরির খরা। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর মঞ্চে কোহলির ব্যাট থেকে সেঞ্চুরি দেখার আশায় রয়েছে আপামর ভারতবাসী কারণ এই ম্যাচ জিততে গেলে কোহলির মত বড় ব্যাটসম্যানকে বড় রান করতেই হবে।


Udayan Biswas

সম্পর্কিত খবর