পারলেন না কোহলি! রাহানেও ব্যর্থ, গুরুত্বপূর্ণ ফাইনালে উইকেট ছুঁড়ে এসে হলেন সমালোচনার শিকার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারত প্রথম দিনের ব্যর্থতা কাটিয়ে পরের তিন দিনে ম্যাচে কিছুটা প্রত্যাবর্তন করেছিল। শেষ দিনে তাদের ম্যাচ জয়ের জন্য লক্ষ্য ছিল ২৮০ রান। তাদের সেই টার্গেট অবধি পৌঁছে দেওয়ার জন্য বড় দায়িত্ব নেওয়ার কথা ছিল বিরাট কোহলির। গতকাল অর্থাৎ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিনে তিনি ভালো ব্যাটিং করেছিলেন।

কিন্তু পঞ্চম দিনে ভালো শুরু করেও ধৈর্য হারিয়ে হতাশ করলেন তিনি। স্কট বোল্যাণ্ড বা কামিন্স শর্ট অফ গুড বা শুধুমাত্র গুড লেংথ থেকে আউট সাইড অফস্টাম্পে বার বার তার পরীক্ষা নিচ্ছিলেন। কিন্তু মেঘলা আবহাওয়ার কথা মাথায় রেখে বেশিরভাগ ডেলিভারিই জাজমেন্ট দিয়ে ছেড়ে দিচ্ছিলেন বিরাট।

   

কিন্তু তিনি ৪৯ রানে পৌঁছনোর পর স্কট বোল্যান্ড তাকে লোভ দেখিয়ে ফুল লেংথে একটি আউট সুইঙ্গার ছাড়েন। বলটি অফস্টাম্পের অনেক বাইরে ছিল, কিন্তু নিজের পুরোনো বদভ্যাস বজায় রেখে প্রলুব্ধ হয়ে ড্রাইভ মারতে যান কোহলি। দ্বিতীয় স্লিপে এই ইনিংসেও একটি অসাধারণ ক্যাচ নিয়ে প্রাক্তন ভারতীয় অধিনায়ক ড্রেসিংরুমে ফেরান স্টিভ স্মিথ।

অনেক আশা করে টিভি স্ক্রিনে চোখ রেখেছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু আরও একবার তাদের হতাশ করলেন করলেন কোহলি। যে পর্যায়ে তিনি নিজের উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন তা ক্ষমার অযোগ্য। ভারতীয় দল এই ম্যাচ হারলে নিজেকেই হয়তো কোনওদিন ক্ষমা করতে পারবেন না কোহলি।

অতীতে সচিন টেন্ডুলকার বারবার উইকেটের পেছনে খোঁচা দিয়ে আউট হচ্ছিলেন দেখে একবার এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই কোনও কভার ড্রাইভ না খেলে অসাধারণ ইনিংস উপহার দিয়েছিলেন সমর্থকদের। কিন্তু এই ভারতীয় দলের মধ্যে সেই লড়াকু মনোভাব দেখা যায়নি কারোর মধ্যে। বিরাট কোহলি আউট হওয়ার পরে ওই ওভারেই রবীন্দ্র জাদেজাকেও ড্রেসিংরুমে ফেরত পাঠিয়েছিলেন বোল্যান্ড। তার কিছুক্ষণ পর ভালো ব্যাটিং করতে থাকা অচিন্তা রাহানে ৪৬ রানের ব্যক্তিগত করে মিচেল স্টার্কের বলে আত্মহত্যা করে ড্রেসিংরুমে ফেরেন। ভারতের ম্যাচ জয়ের আশা রাহানের আউট হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর