একই দলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন কোহলি ও বাবর আজম, ২০২৩-এ দেখা যাবে এই চিত্র

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এবার একই দলে খেলতে দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বর্তমান পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। হ্যাঁ এমন সম্ভাবনার কথাই এবার সামনে উঠে আসছে। পরের বছর আফ্রো-এশিয়া কাপে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখা যেতে পারে ২ তারকাকে। সুপার ২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। ফোর্বস ডট কম-এর একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে পরের বছর আবার এই প্রতিযোগিতা প্রত্যাবর্তন করতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে।

kohli babar

এই প্রতিবেদনের কথা সত্যি হলে ২০২৩ আইপিএল শেষ হওয়ার পর টি-টোয়েন্টি ফরম্যাটেই এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি প্রভাকারান থংরাজ ফোর্বস কে জানিয়েছে, ” হ্যাঁ এরকম একটা সম্ভাবনার কথা উঠেছে কিন্তু আমরা এখনো কোন দেশের ক্রিকেট বোর্ডের মতামত পাইনি। আমাদের পরিকল্পনা রয়েছে যে ভারত এবং পাকিস্তানের সেরা প্লেয়ারদের এশিয়া একাদশের অংশ করে তোলার। যদি এটা সত্যি সম্ভব হয় তাহলে এটি একটি খুব খুব বড় প্রতিযোগিতা হতে চলেছে।”

২০০৭ সালে আয়োজিত শেষ আফ্রো-এশিয়া কাপে মহেন্দ্র সিংহ ধোনি, সৌরভ গঙ্গোপাধ্যায় হরভজন সিং, যুবরাজ সিং, জাহির খান এবং বীরেন্দ্র সেওবাগের মতো তারকা ভারতীয় ক্রিকেটাররা অংশগ্রহণ করেছিলেন। পাকিস্তান থেকে মহম্মদ ইউসুফ এবং মহম্মদ আসিফ এই একাদশের অংশ ছিলেন। শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে এই দলের অধিনায়ক ছিলেন।

যদি সত্যিই এই প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয় তাহলে নিঃসন্দেহে এটি একটি বিরাট ব্যাপার হবে। শেষবার ভারত পাকিস্তান কোনও দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল ২০১২ সালের শেষের দিকে। তারপরে নিজেরা দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি না হলেও কোহলি,বাবররা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার সুযোগ পাবেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর