কোহলি-পন্থের ব্যাট ও ভুবনেশ্বর কুমারের দুরন্ত ডেথ বোলিংয়ে ভর করে সিরিজ দখল করলো ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ওয়ান ডে-এর পরে টি টোয়েন্টি সিরিজেও একই ছবি। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ দখল করলো রোহিত শর্মার ভারতে। হাড্ডাহাড্ডি লড়াই করেছে ওয়েস্ট ইন্ডিজ দলও। নিকোলাস পুরাণ ও রভম্যান পাওয়েল চেষ্টা করেও ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে টিকিয়ে রাখতে ব্যর্থ হন।

আজকে ভারতের বড় রানের ভিত গড়েছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে এবং টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে একেবারেই ফর্মে ছিলেন না বিরাট। সেই ব্যাড প্যাচ কাটিয়ে আজ রানে ফিরলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ভারতের ওপেনারদ্বয় দ্রুত ফিরে গেলে ৪১ বলে ৫২ রান করে মিডল অর্ডারের জন্য একটা প্ল্যাটফর্ম সেট করে দেন। এরপর রিশভ পন্থ ২৮ বলে ৫২ এবং ভেঙ্কটেশ আইয়ার ১৮ বলে ৩৩ রান করে ভারতকে বড় রানে পৌঁছে দেন।

   

virat kohli 5

Rishabh Pant Venkatesh Iyer

এরপর বোলিংয়ে শুরুটা ভালোই করেছিলেন ভারতীয় বোলাররা। রান আটকে রাখার সাথে সাথে ২ টি উইকেটও তুলে নিয়েছিলেন ৯ ওভারের মধ্যে। কিন্তু এরপর রুখে দাঁড়ান পুরান এবং পাওয়েল। দুজনেই অর্ধশতরান করেন। শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ২৪ রান। কিন্তু তারা ১৬ রান তুলতে পারে। দীপক চাহার এবং হর্ষল প্যাটেল আজ রান খরচ করলেও ফের একবার সমালোচকদের জবাব দিয়ে ছন্দে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৯ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। এছাড়া ১ টি করে উইকেট পেয়েছেন বিশ্নই এবং চাহাল।

bhuvneshwar kumar

তবে ম্যাচ জিতলেও কিছু চিন্তা থেকেই যাচ্ছে ভারতের। ওপেনার হিসাবে ঈশান কিষানের অফফর্ম থাকায় পরের নিয়মরক্ষার ম্যাচে তার বদলে সুযোগ পেতে পারেন ঋতুরাজ গায়কোয়াড। এছাড়াও হর্ষল প্যাটেল দুই ম্যাচেই রান বিলিয়েছেন। সেই নিয়েও ভাবতে হবে রোহিতকে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর