বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি সদ্য তিন ফরম্যাটে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়েছেন। তবে মাঠে নামলে তিনি এখনও একজন ‘আক্রমনাত্মক এবং আবেগী’ ক্রিকেটার। গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে, কোহলির একটি থ্রো নিয়ে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা অসন্তুষ্ট হন। এরপর তাকে কোহলির সাথে তর্ক করতে দেখা গেছে। কোহলি এবং বাভুমার এই তর্কাতর্কির ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
ম্যাচ চলাকালীন শর্ট কভার পজিশনে ফিল্ডিং করছিলেন বিরাট কোহলি। তার দিকে বল পুশ করেন বাভুমা। এমন অবস্থায় বল ধরে উইকেটরক্ষকের প্রান্তে থ্রো করেন কোহলি। বাভুমা ক্রিজের বাইরে থাকায় রান আউটের সামান্য সম্ভাবনা ছিল ঠিকই, কিন্তু কোহলির এই অতর্কিত থ্রোয়ে খুশি হননি দক্ষিণ আফ্রিকান অধিনায়ক।
তবে এরপর সামান্য তর্কাতর্কি বাদ দিয়ে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেনি। বাভুমা এই থ্রোয়ের ব্যাপারে কোহলিকে নিয়ে খুশি ছিলেন না। কারণ তিনি অনুভব করেছিলেন যে বলটি তাকে আঘাত করতে পারতো। তাকে এই থ্রো নিয়ে অভিযোগ করতে দেখে কোহলিও পিছপা হননি এবং প্রোটিয়া তারকাকে উপযুক্ত জবাব দিয়েছেন। কোহলি বলেন, “বেশি তর্ক করে লাভ নেই। তুমি ক্রিজের বাইরে ছিলে, তাই আমি থ্রো করেছি। আমি এখন আর অধিনায়ক নই। ম্যাচের শেষে আমাকে কোনও জবাবদিহি করতে হবে না। নিজের সীমায় থাকো নয়তো ব্যাটিং করতে ভুলে যাবে।”
যদিও তার কোনও প্রভাব বাভুমার ব্যাটিংয়ে পড়েনি। উল্টে কোহলি ব্যাটিংয়ের সময় অনভ্যস্ত সুইপ খেলতে গিয়ে বাভুমার হাতে ক্যাচ দিয়ে আউট হন। প্রথম ইনিংসে তেম্বা বাভুমা এবং ভ্যান ডার ডুসেন চতুর্থ উইকেটে ২০৪ রানের জুটি গড়েন। আগে দক্ষিণ আফ্রিকার হয়ে ভারতের বিরুদ্ধে চতুর্থ উইকেটে সবচেয়ে বড় পার্টনারশিপ ছিল ডিভিলিয়ার্স এবং কুইন্টন ডি কক-এর(১৭১)। যে রেকর্ড কাল তারা দুজন ভেঙে দেন। বুমরার বলে বাভুমা যখন আউট হন তখন তার নামের পাশে ছিল ১১০ রান।