বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে থাকবেন না বিরাট কোহলি, রোহিত শর্মা সহ টেস্ট স্কোয়াডের আরও অনেক নামজাদা তারকা। ১লা জুলাই থেকে শুরু হচ্ছে বার্মিংহাম টেস্ট। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী সেই টেস্ট সিরিজ খেলা তারকাদের ওয়ান ডে সিরিজের আগে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে বিসিসিআই।
এই টেস্ট সিরিজে ভারত ২-১ ফলে এগিয়ে রয়েছে। গত বছর শার্দূল ঠাকুরদের দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতে ভারতের কাছে সুযোগ রয়েছে ২০০৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতার। সেই চেষ্টায় কোনও ত্রুটি রাখতে চান না কোহলিরা।
সেই টেস্ট সিরিজের শেষ টেস্টটি ১ থেকে ৫ই জুলাই অবধি চলবে। এর দু দিন পরে ৭ই জুলাই থেকে টি টোয়েন্টি সিরিজ আরম্ভ হবে। তার ৫ দিন পর থেকে ১২ই জুলাই অবধি ওডিআই সিরিজ আরম্ভ হবে। সেই সিরিজে কোহলি এবং রোহিত শর্মা প্রত্যাবর্তন করবেন।
মনে করা হচ্ছে যে ওই ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলার পর ওই প্লেয়ারদের বিশ্রাম দিয়ে তথাকথিত নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে দলটি ঘোষণা করা হয়েছে টি টোয়েন্টি সিরিজের জন্য সেই দলটিই ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবে বলে মনে করা হচ্ছে।