DRS বিতর্ক নিয়ে নীরবতা ভাঙলেন কোহলি, জানালেন মাঠের মধ্যে কী হয়েছিল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিতর্কিত ডিআরএস সিদ্ধান্ত ডিন এলগারের পক্ষে যাওয়ার পরে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি সম্প্রচারকারীদের বিরুদ্ধে তার দলের হয়ে মৌখিক আক্রমণ করেছেন। বলেছেন বাইরে বসে থাকা লোকেরা মাঠে এমন আচরণের কারণ জানেন না। বিতর্কিত ডিআরএস সিদ্ধান্তের কারণে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারকে ক্রিজে রাখা হলে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষ ৪৫ মিনিটে কোহলি এবং তার সতীর্থরা তাদের সংযম হারিয়ে ফেলেছিল।

ভারতীয় খেলোয়াড়রা স্টাম্পের মাইকের কাছে গিয়ে তাদের হতাশা প্রকাশ করেছেন। তৃতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে সিরিজে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। শুক্রবার কোহলি বলেন, ‘এ বিষয়ে আমাকে মন্তব্য করতে হবে না। আমরা মাঠে ছিলাম, জানি মাঠে কী হয়েছে। কিন্তু মাঠের বাইরে বসে থাকা লোকেরা জানে না মাঠে কী চলছে।’

virat kohli rage

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘মাঠে আমরা যা করেছি তা সেই পরিস্থিতিতে ন্যায্যই ছিল এবং এমন অনেক সময় আসে যখন আবেগকে নিয়ন্ত্রণ করা যায় না।’ ভারতীয় অধিনায়ক আরও বলেছেন, ‘যদি আমরা তখন ওই উইকেটটা পেতাম তাহলে মাঠে আমাদেরই আধিপত্য থাকতো। ফলে চতুর্থ দিনে খেলার গতিপথ বদলে যেতে পারতো।’

ঘটনাটি ঘটে তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার ২১ তম ওভারে যখন রবিচন্দ্রন অশ্বিনের একটি বল সরাসরি এলগারের প্যাডে আঘাত করে। আম্পায়ার মারিয়াস ইরাসমাস আঙুল তুললেও এলগার রিভিউ চেয়ে নেন। রিপ্লে দেখায় যে বল উইকেটের উপর দিয়ে যাচ্ছিল এবং আম্পায়ারকে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল। এতে ভারতীয় খেলোয়াড়রা প্রকাশ্যে তাদের হতাশা প্রকাশ করেছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর