ভারত বনাম শ্রীলংকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আজ দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচটি ছিল গুয়াহাটিতে কিন্তু বৃষ্টির জন্য সেই ম্যাচ বন্ধ হয়ে গিয়েছিল, তার পরের ম্যাচটি ইন্দোরে 7 উইকেটে জিতে নিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচ জিতে ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজে 1-0 তে এগিয়ে রয়েছে ভারতীয় দল। আর তাই আজ অর্থাৎ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ জিতে সিরিজ জিততে মরিয়া ভারত। অপরদিকে এই ম্যাচ জিতে সিরিজ ড্র করতে চাইছে শ্রীলঙ্কা দল।
আজ সন্ধ্যা সাতটায় পুনেতে এই সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় দল বনাম শ্রীলঙ্কা দল। সিরিজের তৃতীয় ম্যাচে ইন্দোরে সাত উইকেটে বড় জয় পেয়েছে ভারত এর ফলে স্বাভাবিক ভাবেই ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটার এই মুহূর্তে আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে। আর এই আত্মবিশ্বাস নিয়েই সিরিজের শেষ ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। উল্লেখ্য, শেষ দশবারের টিটোয়েন্টি সাক্ষাতে নয়টি ম্যাচে জয় পেয়েছে ভারত এবং একটিতে জিতেছে শ্রীলঙ্কা।
আর তাই সবদিক থেকে এগিয়েই আজ মাঠে নামছে ভারত। আজকের ম্যাচে একটি পতিবর্তনের কথা ভাবনা চিন্তা করা হয়েছে। শিবম দুবের পরিবর্তে দলে সুযোগ দেওয়া হতে পারে বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। এছাড়া বাকি দল অপরিবর্তিত থাকবে।