৩০ নয় কোহলির দরকার একটি শতরানের, এক লহমায় ভেঙে দেবেন সচিনের এই রেকর্ড

বাংলার হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের এই প্রজন্মের সেরা ক্রিকেটার বিরাট কোহলি বেশ কিছুদিন ধরেই দীর্ঘতম ফরম্যাটে একটু খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু ওয়ান ডে-তে তিনি শতরান না পেলেও ভালোই ফর্মে রয়েছেন। এখন অধিনায়কত্বের ভারমুক্ত হওয়ার পর এই তারকা আবার নিজের সেই মহাজাগতিক ফর্মে ফিরতে চান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে নিজের ছন্দে ফিরতে চাইবেন বিরাট। এছাড়া তার সামনে সুযোগ থাকবে কিংবদন্তি সচিন টেন্ডুলকারকে টপকে যাওয়ার।

গত ২ বছর ধরে বিরাট কোহলির কাছ থেকে তার ৭১ তম সেঞ্চুরির অপেক্ষায় রয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এক সময়, বিরাটকে সচিন টেন্ডুলকারের ১০০ টি শতরানের রেকর্ড ভাঙার সবচেয়ে বড় প্রতিযোগী হিসাবে বিবেচনা করা হয়েছিল। বর্তমানে এই রেকর্ড ধরাছোঁয়ার বাইরে দেখালেও সচিনের আরেকটি বড় রেকর্ড থেকে তিনি মাত্র একটি শতরান দূরে। একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান করার ক্ষেত্রে বিরাট সচিনকে ধরে ফেলার সুযোগ পাচ্ছেন। বিরাট যদি কোনোভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচে একটি শতরান করে ফেলেন, তাহলে সচিনকে টপকে যাবেন তিনি।

IMG 20211019 122434

একই দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান করার ক্ষেত্রে বিরাট কোহলি এবং সচিন টেন্ডুলকার বর্তমানে সমান অবস্থানে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এখন পর্যন্ত ৩৮ ইনিংসে ৯ টি সেঞ্চুরি করেছেন বিরাট। অপরদিকে সচিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭০টি ইনিংসে ৯টি শতরান করেছেন শচীন। বিরাট সচিনের এই রেকর্ড ভেঙে দেওয়ার জন্য পাচ্ছেন ৩টি ইনিংস।

তিন ফরম্যাটেই আর ভারতের অধিনায়ক নেই বিরাট কোহলি। বিরাটের জায়গায় টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের নতুন অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। তাই অনেকটাই চাপমুক্ত হয়ে মাঠে নামতে পারবেন বিরাট।

Reetabrata Deb

সম্পর্কিত খবর