এত হার, প্রত্যেক বছর ব্যর্থতা তবুও কেন কোহলি আরসিবি ছেড়ে যান না, জানালেন কোহলি নিজেই।

আইপিএলে বিরাট কোহলি নেতৃত্বাধীন আরসিবি এমন একটি দল যে দল প্রত্যেকবারই তারকাদের নিয়ে তাদের দল তৈরি করা হয়। প্রত্যেকবারই শক্তিশালী দল তৈরি করে কিন্তু এখনো পর্যন্ত একবারও সফলতা অর্জন করতে পারেনি আরসিবি। একবারও ট্রফি জয়ের স্বাদ পায়নি বিরাট কোহলি নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শুরুটা ভালো করেও শেষের দিকে গিয়ে মুখ থুবড়ে পড়তে হয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালরকে। শেষের দিকে এসে একের পর এক লজ্জার হার হারতে হয় বাঙ্গালুরুকে। তারপরেই সোশ্যাল মিডিয়া জুড়ে আরসিবিকে নিয়ে শুরু হয় ট্রল, মিম বানানো।

বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, ব্র্যান্ডন ম্যাককালাম, ক্রিস গেইল, ডেল স্টেইন এর মত তারকা ক্রিকেটারদের নিয়ে তৈরি করা হয় আরসিবি দল। কিন্তু এত ভালো দল তৈরি করে এখনো পর্যন্ত একবারও সফলতা আসেনি আরসিবির ঘরে। সেই কারণে দলের হারের সমস্ত দায় এসে পড়ে অধিনায়ক বিরাট কোহলির কাঁদে। বারবার হারের ফলে কার্যত হতাশ হন বিরাট কোহলি নিজেও। কিন্তু তার সত্ত্বেও তিনি কোনো দিন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ছেড়ে অন্য কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যাওয়ার কথা ভাবেননি।

IMG 20200426 184126

কিন্তু কোহলি কেন আরসিবি ছেড়ে যান না? এই প্রসঙ্গে কোহলি জানালেন যে, হয়তো আমাদের দল বারবার ব্যর্থ হয়, বারবার হতাশ হয় আমরা এবং আমাদের সর্মথকরা। কিন্তু আরসিবির সমর্থকদের থেকে কখনো খারাপ ব্যবহার আমরা পায়না। তারা হতাশ হয় কিন্তু তাদের সমর্থনে কোনো প্রকার ঘাটতি ঘটে না, তারা আমাদের এতটাই সমর্থন করে যে আরসিবি ছেড়ে যাওয়ার কথা কোনদিন আমি ভাবতেই পারি না। এছাড়াও টিম ম্যানেজমেন্টের কথা বলতে গিয়ে বিরাট জানান টিম ম্যানেজমেন্ট আমাকে যেভাবে ভরসা করে এবং এখনও পর্যন্ত আমার ওপর যেভাবে ভরসা রেখেছে তাতে আরসিবি ছেড়ে যাওয়ার কথা আমার চিন্তা ভাবনায় আসেনা। উল্লেখ্য, ভারতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি একজন সফল অধিনায়ক কিন্তু আইপিএলে আরসিবির জার্সিতে তিনি এখনও পর্যন্ত সেই রকম কোনো সফলতা অর্জন করতে পারেননি।


Udayan Biswas

সম্পর্কিত খবর