RCB-র জয়ের দিনে ফের ফ্লপ কোহলি, দ্বিতীয় ম্যাচে ধোনি ধামাকা ও মঈন ম্যাজিকে জয়ে ফিরলো CSK

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের একবার আইপিএলে ভক্তদের হতাশ করলেন বিরাট কোহলি। আজ আইপিএলের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টুর্নামেন্টে তৃতীয়বার তিনি আউট হলেন গোল্ডেন ডাকে। এইমুহূর্তে কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। কিন্তু তাতে আরসিবির খুব একটা ক্ষতি হয়নি, অন্তত এই ম্যাচে। অধিনায়কোচিত ইনিংস খেলে আরসিবির হাল ধরেন দু প্লেসিস দুর্দান্ত ব্যাটিং করে ফ্যাফ দু প্লেসিস (৫০ বলে ৭৩*), রজত পতিদার (৩৮ বলে ৪৮), গ্লেন ম্যাক্সওয়েল (২৪ বলে ৩৩), দীনেশ কার্তিক (৮ বলে ৩০*) রান করে আরসিবিকে ১৯২ রানের স্কোরে পৌঁছে দেন। ফিনিশার হিসাবে নিজেকে চলতি মরশুমে নতুন উচ্চতায় তুলে এনেছেন কার্তিক।

জবাবে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পরে সানরাইজার্স হায়দরাবাদ। রাহুল ত্রিপাঠি ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি এবং এইডেন মার্করম এবং নিকোলাস পুরান ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। ১২৫ রানেই অলআউট হয়ে যায় সানরাইজার্স। দুরন্ত বোলিং করেন জস হ্যাজেলউড এবং ওয়ারিন্দু হাসারাঙ্গা। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট নেন হ্যাজেলউড। কিন্তু সানরাইজার্সকে আসল ঝটকা দেন হাসারাঙ্গা। ৪ ওভারে ১টি মেডেন সহ ১৮ রান দিয়ে ৫ উইকেট নেন হাসারাঙ্গা।

FB IMG 16520300693952546

দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় পেল সিএসকে। ফের সফল দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড (৪১) এবং ডেভন কনওয়ে (৮৭)। ঋতুরাজ আউট হলে শিবম দুবে ব্যাট হাতে ৩ নম্বরে এসে ১৯ বলে ৩২ রান করে রানের গতিকে সচল রাখেন। শেষদিকে ধোনির ৮ বলে ২১ রানের দুরন্ত ক্যামিওতে ভর করে বোর্ডে ২০৮ রান তোলে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে ওয়ার্নার (১৯) এবং রিশভ পন্থ ছাড়া (২১) ছাড়া কারোর মধ্যে লড়াইয়ের ইচ্ছা দেখা যায়নি। ফলস্বরূপ ১১৭ রানে অলআউট হয়ে যায় দিল্লি। ২ টি করে উইকেট নেন মুকেশ চৌধুরী, সিমরজিৎ সিং এবং ডোয়াইন ব্র্যাভো। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন মঈন আলী।

আজ জিতে পয়েন্টস টেবিলের চার নম্বর স্থানে নিজের জায়গা আরও শক্ত করলো আরসিবি। দু প্লেসিসের অধিনায়কত্বে এই মরশুমে দুরন্ত ছন্দে তারা। অপরদিকে ১১ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের ছয় নম্বরে নেমে গেল উইলিয়ামসনের হায়দরাবাদ। একই পয়েন্ট থাকা সত্ত্বেও রান রেটের বিচারে তাদের থেকে একটু এগিয়ে থাকায় ৫ নম্বরে দিল্লি। প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেও আজ ম্যাচ জিতে কেকেআরকে টপকে পয়েন্টস টেবিলের আট নম্বরে উঠে এলো সিএসকে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর