‘আমি বলছি তো”, অধিনায়ক রোহিতকে জোর করে রিভিউ নেওয়ালেন বিরাট কোহলি! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কলকাতার মাঠে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতে ভারত ৬ উইকেটে জয় পেয়েছে। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ চলাকালীন একটি চমকপ্রদ ঘটনা ঘটে, যখন বিরাট কোহলির অধিনায়ক না হওয়া সত্ত্বেও রোহিত শর্মা তারই নির্দেশে রিভিউ নেন।

যদিও স্পষ্ট বোঝা যাচ্ছিল তখন রোহিত শর্মা মোটেও রিভিউ নিতে চাইছিলেন না। কিন্তু বিরাট যখন তাকে জোর দিয়ে বলায় তিনি রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন। রবি বিশ্নইয়ের ওভারের পঞ্চল বল মনে হয় যেন রস্টন চেজের ব্যাট ছুঁয়ে রিশভের হাতে যায়। আশপাশে অবস্থিত সমস্ত খেলোয়াড় আবেদন করেন, কিন্তু আম্পায়ার আপিল প্রত্যাখ্যান করেন। এর পরে, বিরাট রোহিতের কাছে এসে তাকে রিভিউ নিতে বলেন।

বিরাট কোহলির নির্দেশে রিভিউ নেন রোহিত শর্মা। পরে রিপ্লেতে স্পষ্ট দেখা যায় যে বলটি রোস্টন চেজের ব্যাটে আঘাত করেনি, যার কারণে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানকে নটআউট দেওয়া হয়েছে। ভারতকে রিভিউটি হারাতে হয়। তবে রোস্টন চেজ এর পর মাত্র ৪ রান বিশ্নই-এরই শিকার হন।

কিছুদিন আগে ওয়ান ডে সিরিজ চলাকালীনও এমন ঘটনা ঘটেছিল। সেবারও বিরাট কোহলি রোহিত শর্মাকে রিভিউ নিতে জোর করেছিলেন। যদিও পরে যে আম্পায়ারের সিদ্ধান্তই সঠিক। তাই রোহিত শর্মার আর রিভিউ নেওয়ার ক্ষেত্রে বিরাটের কথার ওপর নির্ভর করা উচিত কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর