বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়া কাপে আজ মরণ-বাঁচন ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ভারত। এই ম্যাচে টসে হেরে রোহিত শর্মাদের প্রথমে ব্যাটিং করতে হচ্ছে। প্রথমে ব্যাট করতে নেমে বেজায় বেকায়দায় ভারতীয় দল। দ্বিতীয় ওভারে মাত্র ৬ রানের ব্যক্তিগত স্কোরে ফিরে গিয়েছেন লোকেশ রাহুল। চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিংহ ধোনির হাতে তৈরি থিকসেনার বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি। শ্রীলঙ্কার স্পিনারের ফুলটস বল স্টেপ আউট করে খেলতে গিয়ে প্যাডে লাগে রাহুলের। যদিও প্যাডে আগে লেগেছে বলটি নাকি ব্যাটে আগে লেগেছে, সেই নিয়ে ভারতীয় ক্রিকেট ভক্তরা বিতর্ক করতেই পারেন। থার্ড আম্পায়ার তাকে নট আউট দেওয়ার মতো কোনও জোরালো প্রমাণ না পাওয়ায় রাহুলকে গত ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দেখিয়েও এই ম্যাচে ব্যর্থ হয়েই ফিরতে হয়েছে।
কিন্তু এর চেয়েও বড় ধাক্কা ভারতের লাগে তৃতীয় ওভারে। পরপর দুই ম্যাচে অর্ধশতরান করে হয়তো একটু অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন বিরাট কোহলি। ঠিক মতো সেট না হয়েই শ্রীলঙ্কার বাঁ-হাতি মিডিয়াম পেসার দিলশান মধুশঙ্কার বলে আড়াআড়ি ব্যাট চালাতে গিয়ে বোল্ড হয়ে শুন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। ফলে মরণ-বাঁচন ম্যাচে বেশ চাপে পড়ে গিয়েছে ভারত।
তবে ব্যাট হাতে শ্রীলঙ্কার বোলারদের পাল্টা আক্রমণ করা শুরু করেছেন রোহিত শর্মা। বেশ কয়েকবার তাকে দৃষ্টিনন্দন পুল শট খেলতে দেখা যাচ্ছে। প্রতিবেতনটি লেখার সময় ৮ ওভার শেষে ভারত ২ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে। ২৬ বলে ৩৭ রান করে ব্যাটিং করছেন অধিনায়ক রোহিত শর্মা। তার সঙ্গে ক্রিজে রয়েছেন সূর্যকুমার যাদব।
শেষপর্যন্ত যাই হোক না কেন শ্রীলঙ্কা এই মুহূর্তে ছন্দে আছে। ভারত যদি শেষ পর্যন্ত ২০০ রানের বেশি টার্গেটও দিতে পারে তাহলেও তারা সেই টার্গেট চেস করার জন্য চেষ্টা করতে গিয়ে ভয় পাবে না। আজকের ম্যাচ হারলে কি ভারতীয় দলের ফাইনাল খেলার কোনো সম্ভাবনা থাকছে? খাতায় কলমের হিসেব বলছে আজকে হারল ভারত ছিটকে যাবে না। অনেকগুলি প্রশ্নের সম্মুখীন হলেও যদি ভারত আফগানিস্তান কে হারাতে পারে তাহলে তারা এখনও খাতায়-কলমে টুর্ণামেন্টে টিকে থাকবে।
এর জন্য পাকিস্তানকে নিজেদের পরের দুটি ম্যাচেই হারতে হবে। অর্থাৎ আফগানিস্তান ভারতের কাছে হেরে গেলেও পাকিস্তানের কাছে যাতে জয় পায় সেই দিকে অধীর হয়ে তাকিয়ে থাকতে হবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। সেইসঙ্গে শ্রীলংকা আজ যে তারপরে পাকিস্তানের বিরুদ্ধে ও নিজেদের সুপার ফোর এর শেষ ম্যাচটিতে যাতে জয় পায় সেটাই কামনা করতে হবে ভারতীয় দলকে। তবে এখনই তেমন আশঙ্কা করার কোন কারণ ঘটেনি। শেষ হতে অনেক দেরী রয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা আশা করবে যে ভারত মিডল অর্ডারের ব্যাটারদের এবং দ্বিতীয় ইনিংসে বোলারদের পারফরম্যান্সে ভর করে ঘুরে দাঁড়াবে।