ওভাল টেস্টে কোহলি যেটাই ছুঁয়েছে সেটাই সোনা হয়ে গিয়েছে! ভূয়সী প্রশংসা নাসির, ইনজামামের

বাংলা হান্ট ডেস্কঃ ইংল্যান্ড সিরিজে ব্যাট হাতে তেমন সফল হতে না পারলেও অধিনায়ক হিসেবে বিরাট কোহলি যে মারাত্মক ভাবে সফল তার প্রমাণ দিচ্ছে পরিসংখ্যানই। হেডিংলিতে লজ্জাজনক টেস্ট হারের পরেও ওভালে দুরন্ত কামব্যাক করেছে ভারতীয় দল। ১৫৭ রানে এই টেস্ট জিতে এখন সিরিজে ২-১ ফলাফলে এগিয়ে গিয়েছে তারা। কোহলির এই অধিনায়কত্বের প্রশংসায় এখন পঞ্চমুখ প্রাক্তন ক্রিকেটাররা। একদিকে যেমন মুখ খুলেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হোসেন তেমনই আবার অন্যদিকে কোহলির অধিনায়কত্বে প্রশংসা করেছেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম-উল হকও।

৫০ বছর পর ভারতের ওভাল জয়ের পর কোহলির অধিনায়কত্ব নিয়ে বলতে গিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেন, “কোহলি দলটাকে খুব ভাল সামলেছে। পিছিয়ে থাকা অবস্থা থেকে ফিরে এসেছে ভারত। অধিনায়কের বড় ভূমিকা থাকে এখানে। দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের যে মিশ্রণ রয়েছে তা কাজে লাগিয়েছে কোহলি। ম্যাচের কোনও সময় কোহলিকে নেতিবাচক লাগেনি। ১৯১ রানে প্রথম দিন অল আউট হয়ে যাওয়ার পরেও নয়। অধিনায়কের এই শরীরী ভাষাই ফুটে উঠেছে পুরো দলটার মধ্যে।”

অন্যদিকে ডেইলি মেইলে কলাম লিখতে গিয়ে করিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নাসিরও। তিনি লেখেন, “আমি পঞ্চম দিনের শুরুতে বলেছিলাম যে বিরাট কোহলির অধিনায়কত্বের জন্য এটি একটি বড় পরীক্ষা হতে চলেছে এবং তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।” শুধু তাই নয় তিনি এও বলেন, সকলে বলেছিল রবীচন্দ্রন অশ্বিনকে না নেওয়ায় বিপদে পড়বে ভারত। কিন্তু কোহলি জাদেজাকে খুব সুন্দর করে ব্যবহার করেছেন। বিশেষত চতুর্থদিনে যেভাবে তার ব্যবহার করা হয়েছে রুট মইনকে সে ভাবে ব্যবহার করতে পারেননি।

IMG 20210906 195944

তিনি এও বলেন, এটা কোহলির মিডাস টেস্ট ছিল, ও যা ছুঁয়েছে তাই সোনা হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় ভারত সিরিজ জিতেছিল কোহলিকে ছাড়াই। রাহানের অধিনায়কত্বে এই জয়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল কোহলির ক্যাপ্টেন্সি নিয়ে। কার্যত ওভাল জিতে কোহলি নিজেকে এই দলের অধিনায়ক হিসেবে প্রমাণ করলেন বলেই মনে করছেন প্রাক্তন এই ক্রিকেট বিশেষজ্ঞরা।

 

Abhirup Das

সম্পর্কিত খবর