বাংলা হান্ট নিউজ ডেস্ক: শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর পর ভারতীয় দলের পাখির চোখ এখন দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৪ঠা মার্চ শুক্রবার থেকে মোহালিতে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। এটি হবে বিরাট কোহলির ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ। দীর্ঘদিন ধরে ফর্মে না থাকা কোহলির জন্য এই ম্যাচ ফর্মে ফিরে আসার বড় সুযোগ। শ্রীলঙ্কার বিরুদ্ধে কোহলির দুর্দান্ত রেকর্ড এবং শ্রীলঙ্কার বর্তমান ফর্ম দেখে অনেকেই আশাবাদী যে এই ম্যাচে কোহলি একটু ঠিকঠাক খেললেই শতরান করে ফেলতে পারবেন।
এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটে ৭০ জন খেলোয়াড় ১০০টি টেস্ট খেলার কৃতিত্ব অর্জন করেছেন। এর মধ্যে ২০০ টেস্ট খেলে তালিকার শীর্ষে আছেন সচিন টেন্ডুলকার। একই সময়ে ১৬৯ টি টেস্ট নিয়ে জেমস অ্যান্ডারসন দ্বিতীয় এবং রিকি পন্টিং ১৬৮ টি টেস্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন। অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, জো রুট, ইশান্ত শর্মা এবং নাথান লিয়নই এখন একমাত্র সক্রিয় খেলোয়াড় যারা ১০০ টির-ও বেশি টেস্ট খেলেছেন। এমন পরিস্থিতিতে পরের টেস্টে মাঠে নামার সঙ্গে সঙ্গে বিরাটও যোগ দেবেন এই বিশেষ ক্লাবে।
ভারত থেকে এখনও পর্যন্ত ১১ জন খেলোয়াড় রয়েছেন যারা ১০০টি টেস্ট ম্যাচ খেলেছেন৷ মোহালিতে শততম টেস্ট খেলার পর, কোহলি এই কীর্তি অর্জনকারী দ্বাদশতম ভারতীয় খেলোয়াড় হয়ে উঠবেন৷ তার আগে সচিন টেন্ডুলকার (২০০), রাহুল দ্রাবিড় (১৬৩), ভিভিএস লক্ষ্মণ (১৩৪), অনিল কুম্বলে (১৩২), কপিল দেব (১৩১), সুনীল গাভাস্কার (১২৫), দিলীপ ভেঙ্গসরকর (১১৬), সৌরভ গাঙ্গুলী (১১৩), ইশান্ত শর্মা (১০৫), হরভজন সিং (১০৩) এবং বীরেন্দ্র শেবাগ (১০৩) এই মাইলফলকে পৌঁছেছেন।
এই টেস্টে শতরান করতে পারলে প্রথম ভারতীয় হিসাবে নিজের ১০০ তম টেস্টে শতরানকারী ভারতীয়তে পরিণত হবেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র ৯ জন খেলোয়াড় নিজের শততম টেস্টে সেঞ্চুরি করেছেন। প্রথমবারের মতো, ইংল্যান্ডের কলিন কাউড্রে ১৯৬৮ সালে এই কীর্তি গড়েছিলেন। তারা ছাড়াও এই কীর্তি করেছেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ, ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট, পাকিস্তানের ইনজামাম-উল-হক, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ও হাশিম আমলা এবং ইংল্যান্ডের জো রুট। এরমধ্যে অজি কিংবদন্তি রিকি পন্টিংই একমাত্র খেলোয়াড় যিনি সেই টেস্টের উভয় ইনিংসেই সেঞ্চুরি করেছেন।