বিশ্বকাপে কত নম্বরে খেলবেন তিনি, ওপেনিং করবেন কারা, জানালেন ভারত অধিনায়ক

বাংলা হান্ট ডেস্কঃ মরু দেশের মহাযুদ্ধের জন্য এখন পুরোপুরি প্রস্তুত টিম ইন্ডিয়া। গতকাল নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে এই মুহূর্তে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বিরাট বাহিনী। যদিও চিন্তার কারণ রয়েছে বোলারদের নিয়ে তবে বাকি ক্ষেত্রে এখনও পর্যন্ত পুরোপুরি প্রস্তুত মনে হচ্ছে ভারতকে। বিশ্বকাপের ঠিক আগে কানাঘুষো শোনা যাচ্ছিল যে হয়তোবা রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে পারেন বিরাট কোহলি।

তবে এবার সেই তথ্য পুরোপুরি খারিজ করে দিলেন বিরাট। তিনি নিজেই জানিয়েছেন এই মুহূর্তে রোহিত শর্মা এবং কেএল রাহুল ছাড়া অন্য কাউকে দিয়ে ওপেনিং করানোর কথা ভাবাই যাবেনা, আর তাই তিন নম্বরে ব্যাট করবেন তিনি। টসের সময় তিনি বলেন, “আইপিএলের আগে পরিস্থিতি ভিন্ন ছিল, এখন লোকেশ রাহুল ছাড়া অন্য কাউকে টপ অর্ডারে দেখা কঠিন। এই জায়গার জন্য রোহিতকে নিয়ে ভাবার দরকার নেই। তিনি একজন বিশ্বমানের খেলোয়াড়। তাই আমি তিন নম্বরে ব্যাট করব। টুর্নামেন্টের আগে এটাই একমাত্র খবর।”

একদিকে যেমন কাল ২৪ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে কোহলির এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেছেন রাহুল, তেমনি আবার অন্যদিকে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন ঈশান কিশানও। মাত্র ৪৬ বলে ৭০ রানের অসামান্য ইনিংস উপহার দিয়েছেন তিনি। তাই রোহিত শর্মা দলে ফিরলে তিনি আদৌ সুযোগ পাবেন কিনা, সে দিকেই নজর থাকবে সকলের। যদিও কোহলি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পাকিস্তান ম্যাচের জন্য তাদের রণনীতি তৈরি। এখন তারা যত বেশি সম্ভব খেলোয়াড়দের সুযোগ দিয়ে দেখতে চান।

কোহলি বলেন, “আমরা এই ম্যাচগুলিতে যত বেশি সম্ভব খেলোয়াড়দের সুযোগ দিতে চাই। আমরা একটি দল হিসেবে কিছুটা শক্তি ও গতি পেতে চেষ্টা করছি। আইপিএলে আমরা বিভিন্ন দলে ছিলাম।” একই সঙ্গে তার আরও সংযোজন, আইপিএলে খেলোয়াড়রা বিভিন্ন দলের হয়ে বিভিন্ন ভূমিকা পালন করে। এখন দরকার দ্রুত জাতীয় দলের ভূমিকার সঙ্গে মানিয়ে নেওয়া। প্রত্যেকের অগ্রাধিকার ভারতীয় ক্রিকেট।

IMG 20211019 122235

প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তান ম্যাচের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছেন কোহলিরা। ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে আরেকবার নিজেদের যাচাই করার সুযোগ পাবে কোহলি ব্রিগেড। আর তার পরেই রয়েছে বড় ম্যাচ। ২৪ তারিখ পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। তার আগে দলে যে সামান্যতম দুর্বলতা রয়েছে, তাও নিখুঁতভাবে ভরাট করে নিতে চাইবে বিরাট বাহিনী।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর