বাংলা হান্ট ডেস্ক: বিশ্বকাপের পর থেকেই ভারতীয় দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ হয়। একটি সংবাদপত্রের প্রতিবেদনে লেখে যে, পছন্দের ক্রিকেটারদের সুযোগ দিয়ে চলেছেন বিরাট কোহলি। তাঁর পছন্দের ক্রিকেটাররা বারবার ব্যর্থ হলেও সুযোগ পেয়ে চলেছেন অন্যদিকে যোগ্যতা থাকা সত্বেও সুযোগ পাচ্ছে না অনেকে। এবং এই বিষয়টি মোটেই পছন্দ না রোহিত শর্মার। ফলে ভারতীয় দল দ্বিধা বিভক্ত হয়েছে। দিন কয়েক আগেই ইনস্টাগ্রামে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে আনফলো করে দেন সহ-অধিনায়ক রোহিত শর্মা। সেই নিয়ে তুঙ্গে ওঠে জল্পনা।এদিন সাংবাদিক বৈঠকে প্রশ্ন উঠলে, অধিনায়ককে থামিয়ে কোচ রবি শাস্ত্রী বলেন,’সত্যিই দলে বিভাজন বা দ্বন্দ্ব থাকলে সব ধরনের ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলা সম্ভব নয়। যত্তসব ছাঁইপাশ।” এই দ্বন্দ্বের খবর প্রকাশ হওয়ার পর এই নিয়ে প্রথম মুখ খুললেন বিরাট কোহলি। গোটা বিষয়টি অত্যন্ত হাস্যকর আখ্যা দিয়ে অধিনায়ক।তিনি বলেন, ‘কাউকে পছন্দ না সেটা আমার চোখ-মুখ বা আচরণ দেখে বুঝতে পারবেন। রোহিত ও আমার মধ্যে কোনও সমস্যা নেই’।
সংবাদমাধ্যমের প্রতিবেদনকে হাস্যকর আখ্যা দিয়েছেন অধিনায়ক বিরাট। তাঁর কথায়,’এটা অত্যন্ত হাস্যকর। এই ধরনের কথা (দ্বন্দ্ব) আমিও শুনেছি। কিন্তু সত্যিটা হল, গত ৩ বছর ধরে দারুণ খেলছে আমাদের দল। এটাই প্রমাণ করে দলে সব কিছু ঠিক আছে। একে অপরকে সকলে বিশ্বাস করেন’। কোহলি আরও বলেন,’দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে খেলছি। ১১ বছর ধরে ক্রিকেটে আছি। রোহিত খেলছে ১০ বছর। সকলেই বাইরে থেকে একটা ধারণা পোষণ করছেন। আপনারা আসুন ড্রেসিংরুমে। পরিবেশ দেখুন। কুলদীপ যাদবের সঙ্গে কেমন আচরণ হয়, ধোনির মতো সিনিয়রকে কীভাবে সম্মান করা হয়, সব দেখতে পারবেন। একটা খবরকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা হচ্ছে’।
তবে ভারতীয় দলে একটি সমস্যা যে মাথা চারা দিচ্ছে তা রাখ ঢাক সত্ত্বেও বুঝতে পারছেন অনেকেই।