বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল থেকে আরম্ভ হবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ। এই ম্যাচ দিয়েই নিয়মিত অধিনায়ক হিসেবে তার যাত্রা শুরু করবেন রোহিত শর্মা। সেই সঙ্গে এই ম্যাচে শুধু রোহিত শর্মাই নয়, সবার নজর থাকবে বিরাট কোহলির দিকেও। এই ম্যাচে সচিন টেন্ডুলকারের একটি বড় রেকর্ড ভেঙে দেওয়ার পারেন বিরাট কোহলি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে বিরাট কোহলি যদি ৬ রান করেন, তবে তিনি সচিনের একটি অভিনব রেকর্ড ভাঙতে পারেন। দ্বিতীয় ব্যাটার হিসেবে ভারতের মাটিতে ৫০০০ রান সম্পূর্ণ করবেন তিনি। এই ম্যাচে না হলেও এই সিরিজে নিশ্চিতভাবেই সচিনকে টপকে যাবেন তিনি।
ভারতের মাটিতে পাঁচ হাজার রান করতে শচীনের ১২১ ইনিংস লেগেছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোহলি যদি আরও ৬ রানের গন্ডি পেরোতে পারেন, তাহলে মাত্র ৯৬ ইনিংসেই ৫০০০ রান করে মাস্টার ব্লাস্টারের রেকর্ড ভেঙে দেবেন তিনি। এখনও অবধি কোহলি ইনিংসে ৪,৯৯৪ রান করেছেন তিনি।
টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার পর টেস্ট ও ওয়ান ডে অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন কোহলি। এরপর রোহিত শর্মাকে ভারতীয় দলের নতুন অধিনায়ক করা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো রোহিত শর্মার অধিনায়কত্বে খেলতে দেখা যাবে কোহলিকে। এমনকি দুজনকে একসাথে ওপেন করতেও দেখা যেতে পারে।