বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলির অধিনায়কত্বে ভারত প্রচুর ম্যাচ জিতেছিল। বিরাট কোহলি প্রচুর রান করেছিলেন একটা সময় অবধি। টেস্ট ক্রিকেটে তার অধিনায়কত্বে দল শীর্ষস্থানে পৌঁছেছিল। কিন্তু টি-টোয়েন্টি একদিনের ক্রিকেট বা টেস্ট ক্রিকেট কোনও ফরম্যাটেই বিশ্বকাপ জয় করতে পারেনি বিরাট কোহলি। তার ফলে তিনি মাস ছয়েক আগে একেবারে তিনটি ফরম্যাট থেকেই আস্তে আস্তে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন।
এবার বিরাট কোহলি কোনও বিশ্বকাপ না জিতে নিয়ে মুখ খুলেছেন শান্তাকুমারন শ্রীশান্ত। ২০১৩ সালের পর থেকেই কোন আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত। কোহলির অধিনায়কত্বে ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অবধি পৌঁছেছিল ভারত যেটা বিরাট কোহলির অধিনায়ক হিসেবে কোনও আইসিসি ট্রফি জয়ের সবচেয়ে কাছাকাছি যাওয়া ছিল।
প্রাক্তন ভারতীয় পেসার মনে করেন যে তিনি সেই সময় দলে থাকলে একটি নয় তিনটে বিশ্বকাপ জিততো ভারতীয় দল এবং অধিনায়ক কোহলিরও আর আইসিসি ট্রফি জয় অধরা থাকতো না। শ্রীশান্ত বলেছেন, “আমি যদি দলে থাকতাম বিরাটের অধিনায়কত্বের সময় তাহলে ২০১৫, ২০১৯ এবং ২০২১ তিন বছরেই ভারত বিশ্বকাপ জিততে পারতো।” যদিও ২০১৫ বিশ্বকাপে ভারতের অধিনায়ক কোহলি ছিলেন না।
যদিও তার কথা শুনে হাসি পেতে পারে অনেকের কারণ এই রকম কথার সরাসরি কোনো যুক্তি হয় নাকিন্তু পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাচ্ছে যে ধোনিও ২০০৭ এবং ২০২১ সালে যে দুটি বিশ্বকাপ জিতেছিলেন দুই দলেই শ্রীশান্ত সামিল ছিলেন এবং দুটি ফাইনালেই মাঠেও ছিলেন তিনি। কিন্তু তারপর ২০১৩ সালে আইপিএলে গড়াপেটা কাণ্ডে জড়িয়ে দীর্ঘদিন নির্বাসিত ছিলেন তিনি।