ভারতীয় দলে বোঝা বিরাট কোহলি! স্পিন কিভাবে খেলতে হয় ভুলে গিয়েছেন প্রাক্তন অধিনায়ক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) কি ধীরে ধীরে ভারতীয় টেস্ট দলের (Team India) বোঝা হয়ে যাচ্ছেন। এই প্রশ্নটা উঠলে এখন কেউই হয়তো কেউই আর এড়িয়ে বা হেসে উড়িয়ে দিতে পারবেন না। পরিসংখ্যান বিরাট কোহলির পক্ষে কথা বলছে না একদমই। কত বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজে বিরাট শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিলেন। যদিও তারপর সীমিত ওভারের ক্রিকেটে তিনি ছন্দে ফিরেছিলেন এবং সকলে আশা করেছিলেন যে বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) লড়াইয়ে পরিচিত বিরাট কোহলিকে দেখা যাবে।

কিন্তু তেমনটা আর হচ্ছে কোথায়? চলতি সিরিজে তিন ম্যাচে মোট পাঁচটি ইনিংসে ব্যাটিং করা হয়ে গিয়েছে বিরাট কোহলির। এই পাঁচ ইনিংসে তার মোট রান সংখ্যা ১১১। সবে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া অস্ট্রেলিয়ান স্পিনারদের কাছে বারবার পরাজিত হচ্ছেন তিনি। তার ব্যাটিং দেখে মাঝেমধ্যে মনে হচ্ছে স্পিন কিভাবে খেলতে হয় সেই টেকনিকটাই ভুলে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

kohli bharat

আজ অস্ট্রেলিয়ার যখন ৮৮ রানের লিড নিয়ে অলআউট হয়, তখন ভারতীয় সমর্থকরা দুর্দান্তভাবে ম্যাচের ফেরার প্রত্যাশা করছিলেন। কারণ গতকাল অস্ট্রেলিয়া যেভাবে ব্যাটিং করেছে তাতে এই লিড ১৫০ রানের গণ্ডি অতিক্রম করলেও আশ্চর্য হওয়ার কিছু ছিল না। কিন্তু মাত্র ১৫ ওভারের মধ্যে ৩২ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়ে বসে ভারত এবং ক্রীজে নামেন বিরাট কোহলি।

এরপর খুব সতর্ক হয়ে ব্যাটিং করছিলেন তিনি। গত ইনিংসে সেট হয়ে গিয়েও নিজের উইকেট হারিয়ে বসেছিলেন। এই ইনিংসে তেমনটা যাতে না হয় তাই তার ব্যাটে ছিল অতিরিক্ত সাবধানতা। এরই মধ্যে ভারতের ইনিংসের ২৩ তম ওভারের তৃতীয় বলে অস্ট্রেলিয়ার নবাগত স্পিনার কুহেনেম্যানের বলে একটি ব্যাকফুট ড্রাইভে ৪ মারেন কোহলি। মাঠে উপস্থিত সমর্থকরা আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ে।

কিন্তু এর পরের বলেই এলো চরম মুহূর্ত। বিরাট কোহলি ২৫ টা বল খেলে ফেলেছিলেন এবং ভালই বুঝতে পারছিলেন যে এই পিচে বল নিচু হয়ে ব্যাটার বা উইকেটরক্ষকের কাছে পৌঁছচ্ছে। তাও ভুল জাজমেন্ট দিয়ে কোমর ঘুরিয়ে পুল মারতে যান তিনি। স্বাভাবিকভাবেই বল নিচু থাকে এবং বিরাট কোহলি বলের লাইন মিস করেন এবং বলটি এসে আঘাত করে লেগস্টাম্পের সামনে থাকা তার ব্যাকফুটে। আম্পায়ার আঙুল তুলতে দ্বিধা করেননি আরকো হলেও এতই বিরক্ত হন যে রিভিউ নেওয়ার কথা ভেবেই দেখেননি। ১৩ রান করে ড্রেসিংরুমে ফেরেন তিনি।

ভারতকে যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হয় তাহলে এই সিরিজটি জিততেই হবে। কিন্তু ইন্দোর টেস্টে এই মুহূর্তে বেশ সুবিধাজনক জায়গায় পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের লোয়ার অর্ডার ব্যাটারদের কেউ বড় ইনিংস খেলতে না পারলে এই টেস্টে অজিরাই যে জয় পাবে তা একপ্রকার নিশ্চিত।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর