বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটের এই প্রজন্মের সবচেয়ে বড় তারকা, বিরাট কোহলিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্রাম দেওয়া হয়েছিল। টানা খেলার কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ এবং প্রথম টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয় তাকে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে তিনি দলে ফিরছেন। সাংবাদিক সম্মেলনে ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌড়কে প্রশ্ন করা হয়েছিল কোহলি ফিরলে কোন ক্রিকেটার দলের বাইরে থাকবেন। বেশ আকর্ষণীয় জবাব দিয়েছেন রাঠোড়।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বাইয়ে আয়োজিত হতে চলা দ্বিতীয় টেস্টে অধিনায়ক বিরাট কোহলি ফিরলে কোন খেলোয়াড় প্লেয়িং ইলেভেনের বাইরে থাকবেন সে বিষয়ে রবিবার সরাসরি কোনও উত্তর দিতে পারেননি ভারতের ব্যাটিং কোচ এবং প্রাক্তন ওপেনার বিক্রম। স্বাভাবিকভাবেই প্রথম টেস্ট শেষ হওয়ার আগে নৈতিক ভাবে এই প্রশ্নের উত্তর দেওয়াও সমীচীন নয়। তবে তিনি বলেছেন, ‘অধিনায়ক পরের ম্যাচে (মুম্বাই টেস্ট) কামব্যাক করছেন। আমরা মুম্বাই পৌঁছলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে ফোকাস এই ম্যাচে, আর একদিন বাকি আছে আর ম্যাচ জিততেই হবে। আমরা মুম্বাই পৌঁছানোর পরে এটি সম্পর্কে কথা বলব।
মুখে না বললেও রাঠোড় বুঝিয়ে দিয়েছেন যে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে, তাদের টেস্ট কেরিয়ারের শেষ পর্যায়ে রয়েছে। অভিষেক টেস্টে শ্রেয়াস আইয়ারের প্রথম ইনিংসে ১০৫ এবং দ্বিতীয় ইনিংসে ৬৫ রানের পরে, মুম্বাইকর-কে কোনওভাবেই বাদ দেওয়া যায় না। এরপর ৩রা ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া মুম্বাই টেস্টের আগে পূজারা এবং রাহানের ফর্ম নিয়ে স্পষ্টতই প্রশ্নের মুখোমুখি পড়তে হয় রাঠোড়কে।
তিনি সেই প্রসঙ্গে বলেছেন “অবশ্যই আপনি টপ অর্ডার থেকে গুরুত্বপূর্ণ রানের যোগদান চাইবেন। তবে এখানে যে ক্রিকেটারদের (পূজারা এবং রাহানে) নিয়ে প্রশ্ন করা হচ্ছে তারা দেশের হয়ে ৮০ (রাহানে ৭৯) ৯০ টি (পূজারা ৯১) টেস্ট খেলেছেন।” পূজারার ২০২১ সালের টেস্ট গড় ৩০ এর সামান্য উপরে। অবশ্যই এত ম্যাচ খেলে ও এর চেয়ে ভালো করা উচিত ছিল।’ রাঠোড় আরও যোগ করেছেন, ‘আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তে দু’জনেই ব্যাট হাতে একটা খারাপ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে আমরা বুঝতে পারছি যে তারা অতীতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। আমরা আত্মবিশ্বাসী যে তারা নিজের ভঙ্গিতেই ফিরে আসবে এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলবে।’ কিন্তু একজন ক্রিকেটারকে ফর্মে ফেরাতে কত সুযোগ দেওয়া যেতে পারে? সেই প্রশ্নের কোনও সুদুত্তর দিতে পারেননি ভারতীয় ব্যাটিং কোচ।