কোলাঘাটে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ! থমথমে গোটা এলাকা, যাচ্ছে ফরেন্সিক টিম

বাংলা হান্ট ডেস্কঃ ফের শিরোনামে বেআইনি বাজি কারখানা। লোকসভা ভোট মিটেছে সবে সপ্তাহখানেক হতে চলল। এরপরেই বিস্ফোরণে কেঁপে উঠল কোলাঘাট (Kolaghat Blast)। রবিবার রাতে নাগাদ ঘটনাটি ঘটেছে বলে খবর। এর জেরে কারখানার পাশাপাশি লাগোয়া দু’টি বাড়িও তছনছ হয়ে গিয়েছে।

গতকাল রাত ১০টা নাগাদ কোলাঘাটের পয়াগ গ্রামে ভয়াবহ এক বিস্ফোরণ ঘটে। জানা যাচ্ছে, সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি থাকে যে কয়েক কিলোমিটার দূর অবধি তার আওয়াজ শোনা গিয়েছিল। বিস্ফোরণের জেরে সম্পূর্ণ কারখানা তছনছ হয়ে গিয়েছে। সেই সঙ্গেই ভেঙেচুরে গিয়েছে কারখানার সঙ্গে লাগোয়া দু’টি বাড়ি। অভিযোগ, বেশ কয়েকজন ধরেই এই গ্রামের একাংশ বাজি (Illegal Firecracker Manufacturing Factory) তৈরির সঙ্গে যুক্ত। বিস্ফোরণের ঘটনার পর গ্রামের বেশ কয়েকটি পরিবার এলাকাছাড়া বলে খবর।

   

আরও পড়ুনঃ মোদী ক্যাবিনেটে বিদ্রোহ? ‘পদ চাই না … নিষ্কৃতি দেওয়া হোক’, শপথের পরেই বোমা ফাটালেন BJP সাংসদ

গতকাল রাতের এই বিস্ফোরণের ফলে পয়াগ গ্রামের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। আজ সকাল থেকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট (Kolaghat) ব্লকের এই গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে বলে খবর। ফরেন্সিক টিমও ঘটনাস্থলে যাচ্ছে। সব মিলিয়ে, এলাকার পরিবেশ একেবারে থমথমে।

রবিবার রাতের এই বিস্ফোরণের ফলে আনন্দ মাইতি বলে একজন ব্যক্তির সম্পূর্ণ বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। সেই সঙ্গেই আরও বেশ কয়েকটি বাড়ির ক্ষতি হয়েছে। বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় কোলাঘাট থানার পুলিশ। সেই সঙ্গেই হাজির হয় দমকলের দু’টি ইঞ্জন। কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে খবর।

Kolaghat blast

উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও বেআইনি বাজি কারখানার জেরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজ্যে। ২০২৩ সালের ১৬ মে এগরার খাদিকুলেই যেমন একটি প্রাণঘাতী বিস্ফোরণ হয়েছিল। বেআইনি বাজি কারখানার সেই বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছিলেন মালিক ভানু বাগ সহ ১২ জন। এই ঘটনার পরেও কীভাবে রাজ্যে বেআইনি বাজি কারখানা চলছে তা নিয়ে এখন প্রশ্ন উঠছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর