কোলাঘাট রূপনারায়ন নদীর বাঁধে ফাঁটল,বাঁধ এলাকার রাস্তা ধ্বস

BanglaHunt ,কোলাঘাট – ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করেছিল হাওয়া অফিস এর পর গতকাল সন্ধ্যা থেকেই রাজ্যের বিক্ষিপ্ত জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে,এই ভারী বৃষ্টিপাতের ফলে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রূপ নারায়ন নদীর বাঁধে ফাঁটল দেখায় এছাড়াও বাঁধ এলাকার রাস্তা ধ্বস নামে,

এর ফলে এলাকায় আতঙ্কের ডানা বেঁধেছে,এরপর এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে, ঘটনাস্থলে এলাকার ভিডিও মদন মোহন মন্ডল গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা,এলাকার বাসিন্দাদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে এই যার ফলে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গোটা এলাকাবাসীকে,এর আগেও এরকম ঘটনা ঘটেছে আমরা ভিডিওকে জানিয়েছিলাম কিন্তু কোনো সুরাহা মেলেনি, যদিও ভিডিও মদন মোহন মন্ডল বলেন

f7031c6a 3dc5 4146 9356 41b32ff31760 এর আগেও এই বিষয়ে টেন্ডার হয়েছিল কিন্তু কিছু কারণবশত টেন্ডার বাতিল হয়ে যায় আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি খুব তাড়াতাড়ি এর সমস্যা সমাধান করা হবে এমনই আশ্বাস দেন স্থানীয়


Udayan Biswas

সম্পর্কিত খবর