নতুন রূপ পাবে কলকাতা এয়ারপোর্ট! তৈরি ৫,০০০ কোটি টাকার বিরাট প্ল্যান

বাংলাহান্ট ডেস্ক :  ৫০০০ কোটি টাকা খরচ করে সম্প্রসারণের কাজ শুরু হবে কলকাতার (Kolkata) নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে (Netaji Subhash Chandra Bose International Airport)। কলকাতা বিমানবন্দরে তৈরি হবে নয়া টার্মিনাল। কলকাতা বিমানবন্দরের নয়া টার্মিনালে ঘরোয়া এবং আন্তর্জাতিক যাত্রীদের বার্ষিক ধারণক্ষমতা হবে ১.১ কোটি।

নয়া রূপে কলকাতা (Kolkata) এয়ারপোর্ট

খুব শীঘ্রই শুরু হয়ে যাবে কাজ। পুরো প্রকল্পটিতে খরচ হতে পারে আনুমানিক ৫ হাজার কোটি টাকা।  ইতিমধ্যেই কলকাতা (Kolkata) বিমাবন্দরের জন্যে একটি নতুন এয়ার ট্রাফিক সার্ভিসের ভবন নির্মাণ করা হয়েছে। তবে এখনো সেই এয়ার ট্রাফিক সার্ভিস এর ভবন খোলা হয়নি বলে জানা গিয়েছে। আগস্ট মাসে পুরনো ভবনটি ভেঙে ফেলা হবে।

আরোও পড়ুন : Jio, Airtel এর দাদাগিরি শেষ! দেশজুড়ে BSNL বসাচ্ছে ১০ হাজার টাওয়ার

তারপর থেকেই নতুন ভবনের ব্যবহার শুরু হবে বলে খবর। নয়া টার্মিনাল সম্প্রসারণের কাজ শুরু হবে পুরনো এটিএস ভবনের জায়গায়। কলকাতা বিমানবন্দরের পরিচালক প্রভাত রঞ্জন বেউরিয়ার এই প্রসঙ্গে জানিয়েছেন, আগামী ৬ বছরের মধ্যে নয়া টার্মিনাল তৈরি সহ সম্প্রসারণ এর কাজ সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)।

আরোও পড়ুন : গালে আলতো করে চুমু! বিদেশে কার সঙ্গে ঘনিষ্ঠ হলেন অরিজিৎ? ছবি ভাইরাল হতেই শোরগোল!

পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ফ্লাইটের কলকাতাকে কেন্দ্র হিসেবে স্থাপন করার জন্য এই সম্প্রসারণের কাজ ভীষণ গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের নয়া টার্মিনাল তৈরি করতে গেলে মোট সময় লাগবে প্রায় ৬ বছর মতো। এই সম্প্রসারণের কাজ শুরু হবে আগস্ট মাস থেকে।

kolkata international airport

আগস্ট মাসের ভেঙে ফেলা হবে পুরনো ডোমেস্টিক টার্মিনাস এবং এয়ার ট্রাফিক সার্ভিস (এটিএস) ভবন। এরপর শুরু হবে নয়া টার্মিনাল নির্মাণের কাজ। তাতে খরচ হবে প্রায় ৫ হাজার কোটি টাকা বলে খবর। নতুন টার্মিনালটি তৈরি হবে “U” আকারের। এই নতুন টার্মিনালের বার্ষিক ধারন ক্ষমতা হবে ১.১ কোটি যাত্রী।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর