বাংলাহান্ট ডেস্ক : নতুনভাবে সাজতে চলেছে হাওড়া (Howrah) ও কলকাতা (Kolkata) রেল স্টেশন (Train Station)। বিমানবন্দরের ধাঁচে অতি আধুনিক সুবিধা যুক্ত স্টেশন তৈরি করতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। অবশ্য প্রথম পর্যায়ের উন্নয়নের লিস্টে নেই শিয়ালদা স্টেশনের নাম। প্রাথমিকভাবে হাওড়া ও কলকাতা স্টেশনের নকশা তৈরি করে তা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে ইতিমধ্যে। কলকাতা স্টেশনের পরিকাঠামোর নতুন নকশা রেলের পছন্দ হলেও হাওড়া স্টেশনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে।
স্টেশন উন্নয়নে হাওড়া ও কলকাতা স্টেশনকে বিমানবন্দরের ধাঁচে তৈরি করা হবে। প্রবেশ ও প্রস্থানের পথকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এক্ষেত্রে। হাওড়া স্টেশনের ডিআরএম মনিশ জৈন জানিয়েছেন, হাওড়া স্টেশন কে ভাগ করা হবে দুটি তলায়। ট্রেন ধরতে আসা যাত্রীরা সরাসরি পৌঁছাবেন দোতালায়। দ্বিতীয় তলের সাথে স্টেশনের যোগাযোগ রাখার জন্য চারদিক থেকে তৈরি করা হবে উড়ালপুল। বঙ্কিম সেতুর সাথে যুক্ত করা হবে স্টেশনের সামনের ও পিছনের দিক। যাত্রীরা তাদের সুবিধামতো জায়গা থেকে সরাসরি পৌঁছাতে পারবেন দোতলায়। সেই জায়গায় থাকবে লাউঞ্জ, ফুড কোট ,মল, বিনোদনের জন্য নানা ধরনের ব্যবস্থা।
যাত্রীরা যাতে ট্যাক্সি স্ট্যান্ড থেকে বাসস্ট্যান্ডে ভালোভাবে যাতায়াত করতে পারেন সেই জন্য প্রস্থানের পথগুলিকে প্রশস্ত করা হবে। একই সাথে লোকাল ও দূরপাল্লার ট্রেন ধরতে আসা যাত্রীদের কথা মাথায় রেখে সাবওয়ে গুলিকে আরো উন্নত করা হবে। সাবওয়েতে ওঠা নামার জন্য বসানো হবে লিফট ও এস্কেলেটর। পুরনো স্টেশন থেকে নতুন স্টেশনে যাতায়াতকারী যাত্রীদের জন্য গঙ্গার ধারে রাস্তাটিকে দুটি স্তরে তৈরি করা হবে। নিচের তলায় পায়ে হেঁটে যাতায়াত করতে পারবেন যাত্রী এবং উপরের উড়ালপুল দিয়ে চলাচল করবে গাড়ি।
পাশাপাশি কলকাতা স্টেশনকেও দোতলা তৈরি করা হবে। দক্ষিণ দাড়ির দিকে তৈরি করা হবে অ্যাপ্রচ রোড যাতে যাত্রীরা সরাসরি দোতলায় যেতে পারেন। স্টেশনের ঢোকার যে সমস্যাটি আছে তাও দূর করা হবে এই উন্নয়নের কাজের মাধ্যমে।হাওড়ার ডিআরএমে জানিয়েছেন, “পুজোর আগে চূড়ান্ত নকশা তৈরি করা হয়ে যাবে। তারপরই খুব শীঘ্রই টেন্ডার ডাকা হবে।”