লাগাতার হুমকির জের:গো মাংস উৎসব বন্ধ কলকাতায়

 

বাংলা হান্ট ডেস্ক : হুমকির মুখে পড়ে গো মাংস উত্‍সব বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন দ্য অ্যাক্সিডেন্টাল নোট নামে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার উদ্যোক্তারা। তাঁদের দাবি, অনুষ্ঠানের নাম বদল করেও হুমকি বন্ধ হয় নি। অংশগ্রহণকারীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত ৩০মে ফেসবুকে সংস্থার পেজে প্রথম অনুষ্ঠানের কথা ফলাও করে প্রচার করা হয়।বাধ্য হয়েই অনুষ্ঠানের নাম ‘কলকাতা বিপ ফেস্টিভাল’ করেন উদ্যোক্তারা। কিন্তু তাতে মেলেনি রেহাই।

 

গোটা ঘটনায় নিন্দায় সরব হয়েছেন অনেকেই। তৃণমূল নেত্রী শশী পাঁজার কথায়,”সংবিধানে কে কী খাবে তার উপর কোনও নিষেধাজ্ঞা নেই। অথচ একদল লোক এগুলো করছে।

e4476 img 20190608 wa0006 1

মানুষ ভয় পাচ্ছে”। কাকলি ঘোষ দস্তিদার বলেন,”ঘটনাগুলি দেখিয়ে দিচ্ছে দেশ পিছিয়ে পড়ছে”। এবং নানা ক্ষেত্রে নানাভাবে এর ভূয়সী সমালোচনা হচ্ছে।

সম্পর্কিত খবর