আগুনের পথ পেরিয়েঃ ঘরে বন্দি অ্যাসিড আক্রান্ত মা, ১৭ বছর বয়সে আকাশ ধরার স্বপ্নে ক্রিকেট খেলছে তিতির

বইমেলাঃ কোনও পথই মসৃণ হয় না। সব পথেই বিছনো থাকে প্রতিবন্ধকতা। তা ঠেলতে ঠেলতেই কেউ সাফল্যের শিখরে পৌঁছে যায়। জীবন মানেই তো লড়াই। স্বপ্ন ছুঁয়ে দেখার তাগিদ নিয়ে কেউ কেউ সেই লড়াইয়ে জেতার চেষ্টা করে। খেলার মাঠই বোধহয় এই লড়াই করতে শেখায়। শেখায়, হারতে হারতে কি করে একটা ম্যাচ জিততে হয়। সেই লড়াইয়ের গল্পই দু’মলাটে তুলে ধরেছেন লেখক অভিষেক সেনগুপ্ত তাঁর সদ্য প্রকাশিত উপন্যাস ‘আগুনের পথ পেরিয়ে’তে। মাত্র কয়েক দিন আগে প্রকাশিত হলেও বইমেলায় এই উপন্যাস পাঠকদের নজর কেড়েছে।

ক্রীড়া সাংবাদিক অভিষেকের এই উপন্যাসের উপাদান ক্রিকেট। ১৭ বছরের একটা মেয়ে তিতির আকাশ মুঠোয় ধরে ফেলার স্বপ্ন নিয়ে ক্রিকেট খেলতে শুরু করে। চার দেওয়ালে বন্দি তার অ্যাসিড ভিক্টিম মা সঙ্গীতাও চান মেয়ের মধ্যে দিয়ে বাইরের দুনিয়াটাকে দেখতে। জীবনের সব লড়াইয়ে হেরে যাওয়া কোচ সৌমেনও আঁকড়ে ধরেন তিতিরকে। ছেলে ও স্ত্রীর খুন কি তিনিই করেছিলেন? উঠতি ক্রীড়া সাংবাদিক শশাঙ্ক অন্য ধারার স্টোরি খুঁজতে খুঁজতে কী পেয়ে গেল? শেষ পর্যন্ত তিতির কি যুদ্ধে জিততে পারল? জানতে হলে পড়তে হবে ‘আগুনের পথ পেরিয়ে’।

এই উপন্যাস কি ক্রীড়া সাহিত্য? লেখক অভিষেক সেনগুপ্ত বললেন, ‘জীবনের গল্পে অনেক অনেক লড়াই থাকে। কেউ ডাক্তার হওয়ার জন্য লড়াই করে। কেউ গায়ক হওয়ার জন্য। কেউ আবার ক্রিকেট মাঠের বাইশ গজকে বেছে নেয় তার স্বপ্নপূরণের আধার হিসেবে। আগুনের পথ পেরিয়ে আসলে লড়াইয়ের গল্প। তিতিরের এই গল্প পড়তে পাঠকের মনে হতেই পারে, এ আসলে তাঁর গল্প, তাঁদের গল্প।’

‘আগুনের পথ পেরিয়ে’ উপন্যাসটি বইমেলায় ১৮টি নানা স্টলে পাওয়া যাচ্ছে। দাম ১২৫ টাকা। উপন্যাসের প্রকাশক বিস্বর্গ।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর