‘১৫ দিনের মধ্যেই হবে..,’ বিরাট উদ্যোগ! শহরবাসীকে বড় সুখবর শোনালেন মেয়র

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সাধ্য কম থাকলেও আর চিন্তা নেই। এবার সাধ্যের মধ্যেই তৈরি হবে স্বপ্নের বাড়ি। সিদ্ধান্ত হয়েছে এবার শহরে (Kolkata) এক কাঠার কম জমিতেও বাড়ি তৈরির অনুমোদন দেবে কলকাতা পুরসভা। পুরনিগমের কাছ থেকে পাকা বাড়ি তৈরি করার ছাড়পত্র এবং নকশার বৈধ অনুমোদন মিলবে মাত্র আধ কাঠার কম জমিতেই। উদ্যোগ নিয়েছে পুরনিগম কর্তৃপক্ষ। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) নিজে এ কথা জানিয়েছেন।

মেয়রকে উদ্ধৃত করে এক সংবাদ মাধ্যমে লিখেছে, ‘আধ কাঠা অথবা এক কাঠার থেকে কম এমন ছোট জমিতেও বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হবে। মেয়র পারিষদদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।’ আরও জানানো হয়েছে, ‘বেশ কিছু ছোট জমিতে বিশেষ ছাড় দিয়ে বৈধ বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেওয়া হয়েছে।’

বলা হয়েছে, ‘শহরবাসীর কাছে অনুরোধ, জমি ছোট হোক, তবু বিল্ডিং প্ল্যানের অনুমোদন কর্পোরেশন দেবে। প্ল্যান স্যাংশন করে বাড়ি করুন। অনুমোদন ব্যাতিত করলে আপনারাই বিপদে পড়বেন।’ মেয়র হাকিম জানিয়েছেন, ‘সব ঠিক থাকলে আগামী পনেরো দিনের মধ্যেই প্ল্যান অনুমোদন করা হবে। কোথাও আটকে গেলে সরাসরি আমার কাছে আসুন।’

Mayor Firhad Hakim presents Kolkata Municipal Corporation Budget

আরও পড়ুন: ‘অবিলম্বে পদক্ষেপ করুন..,’ রাজ্য ও পুরসভাকে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

এর আগেই মেয়র জানিয়েছিলেন, পুরসভার মেয়র পারিষদদের বৈঠকে স্বল্প মাপের জমিতে অনুমোদন দেওয়ার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুর এলাকায় ছোট জমির ক্ষেত্রে বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার বিষয়ে বহুদিন ধরেই ভাবনাচিন্তা চলছিল। সেটাই বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। একই আইনত ভাবে সমস্ত কিছু করার অনুরোধ মেয়রের।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X