বাংলা হান্ট ডেস্ক: অবশেষে ঘটতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান! এবার শুরু হতে চলেছে বহুপ্রতিক্ষিত কলকাতা-কোচবিহার বিমান (Kolkata-Cooch Behar Flight) পরিষেবা। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কেন্দ্রীয় সরকারের “উড়ান স্কিম”-এর মাধ্যমে আগামী ২১ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হবে এই বিমান চলাচল। প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই কোচবিহার বিমানবন্দরে রবিবার দুপুরে বিমানের ট্রায়াল রান সফল হয়েছে।
কবে থেকে শুরু হবে পরিষেবা: এমন পরিস্থিতিতে আগামী মঙ্গলবার থেকেই এই বিমান পরিষেবা শুরু হবে। শুধু তাই নয়, সোমবার থেকেই টিকিট বুক করা যাবে অনলাইনে। মূলত, জামশেদপুর-ভুবনেশ্বর-কলকাতা-কোচবিহার এই রুটে চলাচল করবে নয় আসনের বিমানটি। অর্থাৎ, কোচবিহার থেকে কলকাতা, কলকাতা থেকে জামশেদপুর, জামশেদপুর থেকে ভুবনেশ্বর এই রুটে চলবে বিমান।
এমতাবস্থায়, IndiaOne Air নামে বিমান সংস্থাটি কলকাতা-কোচবিহার রুটে বিমান চালাবে বলে খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, কলকাতা থেকে সকাল ১০ টা ১০ মিনিটে বিমানটি সফর শুরু করে দুপুর ১২ টা ১০ মিনিটে কোচবিহারে নামবে। পাশাপাশি, কোচবিহার থেকে ফের দুপুর সাড়ে ১২ টায় কলকাতার উদ্দেশ্যে সফর শুরু করে বিমানটি কলকাতায় পৌঁছবে দুপুর ২ টো ২৫ মিনিটে।
কত হবে ভাড়া: মাস তিনেক এই ছোট বিমান চলাচলের পরে সামগ্রিকভাবে পরিষেবাটি লাভজনক প্রমাণিত হলে যাত্রীদের চাহিদা অনুযায়ী বড় বিমান চলাচল করবে বলেও জানা গিয়েছে। যদিও, তার আগে ছোট রানওয়ে বাড়ানোর কাজ পুরোদমে শেষ করা হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, প্রথম তিন মাস কলকাতা থেকে কোচবিহার এবং কোচবিহার থেকে কলকাতা সফরের ক্ষেত্রে বিমানের ভাড়া নির্ধারিত হয়েছে ৯৯৯ টাকা।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত রবিবার কলকাতা থেকে নয় আসন বিশিষ্ট ওই বিমানটি কোচবিহার বিমানবন্দরে পৌঁছে যায়। তার ঠিক কিছুক্ষণ পরই সেটি ফের কলকাতায় ফিরে আসে। এদিকে, কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছিলেন যে, গত ১৫ ফেব্রুয়ারি থেকে কোচবিহার বিমানবন্দরে এই উড়ান পরিষেবা শুরু হবে। এমতাবস্থায়, বিভিন্ন মহলে এই বিষয়ে জল্পনা শুরু হলেও ওইদিন থেকে এই পরিষেবা শুরু হয়নি। যদিও, এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলছে।