গাড়ির সরঞ্জাম কিনতে টেসলার ভরসা কলকাতার এই সংস্থা! দেওয়া হল ৪০০ কোটি টাকার বরাত

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এবার কলকাতার সংস্থা কি গাড়ির সরঞ্জাম সরবরাহ করবে টেসলাকে? অন্তত তেমনটাই আভাস মিলল রামকৃষ্ণ ফোরজিংস লিমিটেড স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে। স্টক এক্সচেঞ্জের এই রিপোর্টে কোন সংস্থাকে সরঞ্জাম সরবরাহ করা হবে সেই ব্যাপারে উল্লেখ করা না হলেও, একাধিক সূত্র বলছে কলকাতার এই সংস্থা গাঁটছড়া বাঁধতে চলেছে  বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলার সাথে।

রামকৃষ্ণ ফোরজিংস লিমিটেডের পক্ষ থেকে বলা হচ্ছে, টেসলার পক্ষ থেকে অনুমোদন পাওয়া গেছে পাওয়ারট্রেনের সরঞ্জাম সরবরাহ করার ব্যাপারে। সূচনা হয়েছে নতুন সম্পর্কের। রামকৃষ্ণ ফোরজিংস লিমিটেড বলছে এই চুক্তির ফলে উন্মোচিত হল নতুন একটি দিক।

আরোও পড়ুন : হাত দিলেই উঠে যাচ্ছে রাস্তার পিচ! ‘পথশ্রী’ প্রকল্পের এই ‘হতশ্রী’ দশা দেখে অবাক অনেকেই

রামকৃষ্ণ ফোরজিংস লিমিটেডের মিলেশ গান্ধী এই বিষয়ে বলছেন, ‘(পাওয়ারট্রেন সরঞ্জাম করার) অনুমোদন পাওয়ায় আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এই যে গাঁটছড়া বাঁধা হল, সেটার মাধ্যমে উদ্ভাবনের ক্ষেত্রে আমাদের যে অঙ্গীকার আছে, সেটা প্রস্ফুটিত হল। সেইসঙ্গে বৈদ্যুতিক গাড়ির শিল্পের চাহিদা পূরণের ক্ষেত্রে আমাদের যে অঙ্গীকার আছে, সেটা প্রস্ফুটিত হল।’

রামকৃষ্ণ ফোরজিংস লিমিটেডের পক্ষ থেকে চুক্তির অংক সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে একাধিক সূত্র বলছে এই দুই সংস্থার মধ্যে ৪০০ কোটি টাকার বেশি চুক্তি হয়ে থাকতে পারে। বিএসইতে (পূর্বতন বম্বে স্টক এক্সচেঞ্জ) রামকৃষ্ণ ফোরজিংস লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম শুক্রবার বাজার বন্ধের সময় ছিল ৭৩১.১৫ টাকা। শেয়ার পিছু ৪২.১৫ টাকা দাম বৃদ্ধি পেয়েছে শুক্রবার।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X