কলকাতার ছেলের নামেই এই বিশেষ রাষ্ট্রের রাজধানীর নামকরণ! দেশটি খেলছে T20 বিশ্বকাপেও

বাংলাহান্ট ডেস্ক : এই দেশ অংশগ্রহণ করেছে T-20 বিশ্বকাপে। তবে জানেন কলকাতায় জন্ম নেওয়া এক ব্যক্তির নামে নামকরণ হয়েছে এই দেশের রাজধানীর? এই দেশটির নাম পাপুয়া নিউগিনি। এই দ্বীপরাষ্ট্রটির রাজধানীর নাম পোর্ট মোরসবি। অ্যাডমিরাল স্যার ফেয়ারফ্যাক্স মোরসবির নামে এই জায়গাটির নামকরণ হয়।

১৭৮৬ সালের ২৯ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন ফেয়ারফ্যাক্স মোরসবি । পরবর্তীকালে তিনি চলে যান ইংল্যান্ডে। তবে তাঁর কলকাতার (Kolkata) সাথে থেকে যায় যোগসূত্র। উল্লেখ্য, প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী গত বছর পাপুয়া নিউগিনিতে গিয়েছিলেন। বিমানবন্দরে নামতেই মোদীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে।

আরোও পড়ুন : নয়া AC, ফ্রিজ কিনবেন? চলে এল খারাপ খবর! ভোট শেষ হতেই এতটা বাড়ছে দাম

ফেয়ারফ্যাক্স মোরসবি যদিও নামকরণ করেননি পোর্ট মোরসবির। এই জায়গাটির নামকরণ করেন তাঁর পুত্র ক্যাপ্টেন জন মোরসবি। প্রথম ইউরোপীয় হিসাবে ১৮৭৩ সালে তিনি এই বন্দরে আসেন। তিনি তাঁর বাবার নামে এই বন্দরের নামকরণ করেন পোর্ট মোরসবি।

 

ভারতে নাবিক ছিলেন ফেয়ারফ্যাক্সের বাবা। রয়্যাল নেভিতে ফেয়ারফ্যাক্স যোগদান করেন ১৮০৬ সালে। ১৮১১ সালে কমান্ডার ও ১৮১৪ সালে ক্যাপ্টেন হন। ফেয়ারফ্যাক্স পরবর্তী জীবনে হন রিয়ার অ্যাডমিরাল, ভাইস অ্যাডমিরাল, অ্যাডমিরাল, অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট। তিনি মারা যান ১৮৭৭ সালের ২১ জানুয়ারি।

328734.3

চলতি T-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনি ৫ ইউকেটে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৬ রান করে পাপুয়া নিউগিনি। ওয়েস্ট ইন্ডিজ ১৯ ওভারেই তুলে নেয় সেই রান। গ্রুপ ‘সি’তে পাপুয়া নিউগিনির ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি অন্যান্য বিপক্ষ দলগুলি হল আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং উগান্ডা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর