মামলায় হার মানলেন শামি! আদালতের নির্দেশে মাসে মাসে বড় অংকের টাকা দিতে হবে হাসিনকে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত সোমবার, অর্থাৎ ২৩শে জানুয়ারি, কলকাতার হাইকোর্টের (High Court) রায়ে হার মানতে হলো তারকা ভারতীয় পেসার মহম্মদ শামিকে (Md. Shami)। আদালত তাকে প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে (Hasin Jahan) প্রতি মাসে ১.৩০ ল‌‍ক্ষ টাকা ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিয়েছে। মোট টাকার মধ্যে ৫০,০০০ টাকা ব্যক্তিগত ভরণপোষণ প্রদান করা হবে এবং অবশিষ্ট ৮০,০০০ টাকা তাদের মেয়ের ভরণপোষণের জন্য ব্যবহৃত হবে।

২০১৮ সালে, হাসিন জাহান প্রতি মাসে ১০ লক্ষ টাকা ভরণপোষণের জন্য আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। যার মধ্যে ৭ লক্ষ টাকা তার নিজের প্রয়োজনে এবং বাকি ৩ লক্ষ টাকা তাদের মেয়ের ভরণপোষণের জন্য চেয়েছিলেন। তার অ্যাটর্নি মৃগাঙ্কা মিস্ত্রি আদালতকে বুঝিয়েছেন যে হাসানের দাবি একেবারেই অযৌক্তিক নয়।

যদিও শামির পক্ষের উকিল সেলিম রহমান জানিয়েছেন যে হাসিন জাহানের এত বিশাল ও বাড়তি পরিমাণে ভরণপোষণের দাবিটি অযৌক্তিক ছিল। কারণ একজন পেশাদার ফ্যাশন মডেল হিসাবে তিনি একেবারে অসহায় নন। সেই সঙ্গে বিভিন্ন জায়গা থেকে তার মডেলিংয়ের থেকে আয়ের একটি নির্ভরযোগ্য উৎস ছিল।

692404 666831 mohammad shami and hasin jahan

ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি ২০১৪ সালে পেশায় মডেল হাসিন জাহানকে বিয়ে করেন। দুজনের একটি কন্যাসন্তানও আছে। তাদের মধ্যে হওয়া ভুল বোঝাবুঝির পরে জানা যায় যে শামির স্ত্রী হাসিন জাহান আগে শেখ সাইফুদ্দিন নামে এক দোকানদারকে বিয়ে করেছিলেন। এরপর ২০১০ সালে দুজনেই আলাদা হয়ে যান। তবু তা শামির প্রেমে বাধা হয়নি একসময়।

শামিকে বিবাহের আগে থেকেই হাসিন মডেলিংয়ের পেশায় ছিলেন। এরপর তিনি হয়ে ওঠেন কলকাতা নাইট রাইডার্স দলের চিয়ার লিডার। এই সময় তাদের দুজনের দেখা হয় এবং দুজনেই একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। ১৭ ই জুলাই ২০১৫ সালে শামি, হাসিনের কন্যার পিতাও হন। মহম্মদ শামির সঙ্গে বিবাদের জেরে দীর্ঘদিন ধরে মেয়ের সঙ্গে আলাদা থাকছেন হাসিন জাহান। এ নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর