ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতার পানশালায়, ১০টি দমকলের ইঞ্জিন দিয়ে চলছে আগুন নেভানোর চেষ্টা

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো শহর কলকাতা (Kolkata)। মঙ্গলবার ভোর রাতে যখন গোটা শহর ঘুমিয়ে সেই সময় এক পানশালায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। ধীরে ধীরে এই আগুন রীতিমতো ভয়াবহ হয়ে ওঠে। দমকলের ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় আগুন নেভানোর জন্য। এরপর অনেকক্ষণের চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন।

সূত্রের খবর, মঙ্গলবার ভোর রাতে ক্যামাক স্ট্রিটের এক পানশালা ও তার সংলগ্ন একটি রেস্তোরাঁয় ধোঁয়া উঠতে দেখা যায়। পানশালার পাশে অবস্থিত একটি বহুতলের নিরাপত্তা রক্ষীরা এই ধোঁয়া প্রথম দেখেন। এরপর সেই ধোঁয়া রীতিমত আগুনে পরিণত হয়ে ভয়াবহ আকার ধারণ করে। সেই সময় পানশালা ও রেস্তোরাঁর মধ্যে কেউ না থাকায় হতাহতের কোন খবর আপাতত নেই।

আগুন দেখতে পেয়ে খবর দেওয়া হয় দমকলকে। দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পানশালার দরজা খুলে ভিতর ঢোকার চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় তা সম্ভব হয়নি। এরপর বাইরে থেকেই আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন দমকল কর্মীরা। এরপর দমকলের ১০ টি ইঞ্জিন অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর সম্পূর্ণ পানশালা ও রেস্তোরাঁটি খতিয়ে দেখা হয় যে কোথাও ছোট আগুনের ফুলকি বা পকেট ফায়ার রয়ে গেছে কিনা।

jpg 20220920 114015 0000

দমকলের কর্মীরা মনে করছেন যে হয়তো শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। তবে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। এটি একটি পানশালা হওয়ার কারণে ভেতরে প্রচুর পরিমাণ মদ মজুদ ছিল। এর ফলে আগুন অতি দ্রুত ছড়িয়েছে বলে ধারণা দমকল কর্মীদের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর