বাংলা হান্ট ডেস্কঃ নতুন সপ্তাহের ভোরেই খাস কলকাতায় (Kolkata) ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Incident)। সোমবার ভোর ৫টা নাগাদ বড়বাজারের নাখোদা মসজিদের কাছে একটি গুদামে ভয়াবহ আগুন লাগে। জানা যাচ্ছে প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। বড়বাজারের মতো ঘিঞ্চি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন।
জানা গিয়েছে, ওই গুদামে দাহ্য পদার্থ এবং প্লাস্টিকের সামগ্রী থাকায় আগুন দ্রুত আগুন ছড়িয়ে আশেপাশে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। প্রথমে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৭টি ইঞ্জিন এসে। যুদ্ধকালীন তৎপরতায় সূর্য হয় আগুন নেভানোর কাজ। তবে তাতে সাফল্য না আসায় পরে আরও তিনটি ইঞ্জিন আসে।
টানা দুঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গুদামের আশেপাশের বহুতল থেকে দ্রুত বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঠিক কী কারণে আগুন তা এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। ওদিকে আসেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়।
আরও পড়ুন: অপেক্ষার অবসান! তপ্ত গরমেই আজ ঝমঝমিয়ে বৃষ্টি এই ৫ জেলায়, কখন শুরু? আবহাওয়ার খবর
আগুন লাগার বিষয়ে দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। গোডাউনে আগুন লেগেছিল। ঘিঞ্জি এলাকা হওয়ায় তা থেকে পাশের ২টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। সকলকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। কুলিং প্রসেস চলছে। এটা ঘিঞ্জি এলাকা। গোডাউন রাখা যাবে না বলেছি। যদিও সব তো আর উৎখাত করা যায় না। ঠিকঠাক দায়িত্ব পালন করি বলেই আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে।’