খাস কলকাতায় ফের অগ্নিকাণ্ড! ধাপায় ভয়াবহ আগুন, বিস্ফোরণের শব্দে কাঁপছে এলাকা!

বাংলা হান্ট ডেস্কঃ মাসের শুরুতেই বিপত্তি। খাস কলকাতার বুকে ফের অগ্নিকাণ্ড (Kolkata Fire)। গত মাসে পার্ক স্ট্রিট, অ্যাক্রোপলিস মলের আগুন লেগেছিল। সেই ঘটনার রেশ এখন পুরোপুরি কাটেনি। এবার জুলাই মাসের শুরুতেই কলকাতার ধাপার (Dhapa) মাঠপুকুরে অগ্নিকাণ্ডের খবর সামনে এল।

মঙ্গলবার মাঠপুকুর এলাকায় রাসায়নিক গুদামে আগুন লাগে। সম্পূর্ণ এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। একের পর এক কারখানার (Chemical Godown) ভেতর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

জানা যাচ্ছে, এদিন ধাপার মাঠপুকুর অঞ্চলে যে রাসায়নিক গুদামে আগুন লাগে, তার চারিদিকে বসতি রয়েছে। আজ সকাল ১১:৩০ নাগাদ প্রথম ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরেই দেখা যায় আগুনের লেলিহান শিখা। নিমেষের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেখা যায়, রাসায়নিক গুদাম থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে।

আরও পড়ুনঃ মাধ্যমিকে ১২,০০০ খাতায় যোগে গণ্ডগোল! চরম পদক্ষেপ পর্ষদের, ‘শাস্তি’র মুখে ১৩০০ শিক্ষক

আগুন লেগেছে বুঝতে পেরে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ এবং দমকলের পাঁচটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। এদিকে কারখানার ভেতর থেকে ক্রমাগত বিস্ফোরণের শব্দ শোনা যেতে থাকে।

একদিকে ঘিঞ্জি এলাকা, তারপর আগুনের এত তীব্রতা, সব মিলিয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই ইতিমধ্যেই আশেপাশে থাকা বাড়িগুলি খালি করা হচ্ছে। এলাকাবাসীদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Kolkata fire incident in Dhapa

দমকল সূত্রে পাওয়া শেষে আপডেট অনুসারে, ঘটনাস্থলে ৯টি ইঞ্জিন রয়েছে। আগুন নেভানোর কাজ চলছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয় বলে খবর। এদিকে জনবসতিপূর্ণ একটি এলাকায় রাসায়নিক গুদাম কেন রয়েছে তা নিয়ে নানান প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর