বাংলাহান্ট ডেস্কঃ তিলোত্তমা কলকাতা (Kolkata) অন্যান্য শহররে তুলনায় অনেক এগিয়ে। ৮৫ শতাংশ নম্বর পেয়ে অন্যান্য মেট্রো স্টেশনগুলোর থেকে অনেক এগিয়ে রয়েছে কলকাতা। লকডাউনের (Lockdown) সময়ে গৃহিবন্দি মানুষদের মধ্যে এক সমীক্ষা মারফত এই ফলাফল মিলেছে। নিরাপদ শহরের তালিকায় প্রথম স্থান দখল করল কলকাতা।
করোনা ভাইরাসের (COVID-19) সংক্রমণের থেকে রক্ষা পাওয়ার জন্য জারী করা হয়েছে লকডাউন বস্থা। এই সময় গৃহবন্দি রয়েছে সমস্ত নাগরিক। এরই মধ্যে টিআরএ রিসার্চ নামে একটি জাতীয় গবেষণা সংস্থা একটি রিসার্চ করেছে। যার মাধ্যমে যানা গিয়েছে, লকডাউনের কার্যকারিতার বিষয়ে কলকাতা সবার থেকে এগিয়ে। অন্যান্য সব মেট্রো স্টেশনগুলো অপেক্ষা কলকাতা অনেক এগিয়ে।
কলকাতার এই স্থান দখল ১৬ টি শহরের মধ্যে হয়েছিল। কমপক্ষে প্রায় ১০০০ উত্তরদাতাদের করা নির্বাচনের ভিত্তিতে এই সমীক্ষা করা হয়েছে। কলকাতা যেমন সবার আগে রয়েছে, তেমনই চেন্নাই, গুয়াহাটি এবং কোচিনের শহরগুলোর কার্যক্ষমতা সবথেকে কম। এমনকি মুম্বাই ও হায়দরাবাদকেও পিছনে ফেলে এগিয়ে রয়েছে কলকাতা।
গত ১ মাস ধরে স্বেচ্ছাসেবায় গৃহবন্দী রয়েছেন যেসকল ব্যক্তিরা তাদের অনুভূতি, দৃষ্টিভঙ্গি, উদ্বেগ, ভয় এবং প্রত্যাশা বিবেচনার মাধ্যমে এই সমীক্ষা করা হয়েছে। সচেতনতামূলক ফ্রন্টে এটি ৮৬ শতাংশ নম্বর পেয়েছে এবং বাস্তবায়নের দিক থেকে ৮৫ শতাংশ নম্বর পেয়ে অন্যান্য শহরের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে কলকাতা।